Homeএখন খবরGod-Women: গাছের মাথা থেকে 'ভগবান'কে নামাতে কালঘাম ছুটল পুলিশ আর দমকলের! তলায়...

God-Women: গাছের মাথা থেকে ‘ভগবান’কে নামাতে কালঘাম ছুটল পুলিশ আর দমকলের! তলায় দাঁড়িয়ে ‘নাগিন’ নাচ দেখল দাসপুর

যেভাবে নামানো হল

নিজস্ব সংবাদদাতা: বটগাছের মগডালে ‘ভগবান! মাথার ওপর দু’হাত জড়ো করে ফনার ভঙ্গিতে নাচাচ্ছেন। ঠিক ১৯৮৬ সালে মুক্তি পাওয়া সিনেমা জগৎ তোলপাড় করা শ্রীদেবী, ঋষি কাপুর আর অমরিশ পুরী অভিনীত সেই বিখ্যাত নাচ, যেখানে মাথার ওপর সাপের মত দুলছে দুটি হাত। নিচে দাঁড়িয়ে কয়েকশ জনতা। কেউ কেউ চেষ্টা করেছিলেন ‘ভগবান’, ‘মনসা’ বলে দাবি করা সেই মহিলাকে নামিয়ে আনার উদ্যোগ নিতে কিন্তু সাহসে কুলায়নি। কারন মগ ডাল থেকে হুঙ্কার আসছিল, ‘খবরদার! আমাকে ছুঁতে এলেই ধ্বংস হয়ে যাবি!” না ধ্বংস হওয়ার ভয় নেই কিন্তু পাছে গাছের ওপর ধস্তাধস্তিতে ওপর থেকে পড়ে যাওয়ার মত ঘটনা ঘটে তাই ঝুঁকি নেননি কেউ। খবর যায় পুলিশ এবং দমকলে।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার আনন্দগড়ে সকাল থেকে কয়েকঘন্টা সেই রুদ্ধশ্বাস রোমাঞ্চের সাক্ষী থাকলেন আনন্দগড়ের পাশাপাশি আশেপাশের গ্রামেরও জনতা, পথ চলতি মানুষও। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামেই দিদি গীতা সিংয়ের বাড়িতে থাকেন ৪৫ বছরের আরতি সিং। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার কেশাপাট গ্রামের এই মহিলা স্বামী পরিত্যক্তা হওয়ার পর দিদি- জামাইবাবুর আশ্রয়ে থাকেন আনন্দগড়ে।পুজো আর্চা করেই তাঁর কাটে সারাদিন। বুধবারের সকালে হঠাৎই উঠে পড়েন গাছে। স্থানীয়রা অনুরোধ উপরোধ করেও নামাতে না পেরে দ্বারস্থ হন পুলিশের।

ইতিমধ্যে জমা হয়ে যান আশেপাশের গ্রাম থেকে আসা শত শত মানুষ। এরপর শুরু হয় অপারেশন ‘ভগবান’ অবতরণ। দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখোপাধ্যায়, ঘাটাল মহকুমার অগ্নি ও জরুরী পরিষেবা কেন্দ্রের আধিকারিক সৌরভ মণ্ডল নিজ নিজ বাহিনী নিয়ে হাজির হন ঘটনাস্থলে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তাঁরা সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। কারন গাছের তলা দিয়েই গিয়েছে ১১হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন উচ্চ বিদ্যুৎ পরিবাহী তার। বিদ্যুৎ দপ্তর সেই কাজ করে দেয়।

এদিকে তাঁকে নামানোর তোড়জোড় হচ্ছে দেখে ওপরে আরও ‘নাগিন’ ভঙ্গি আর চিল চিৎকার জুড়ে দেন মহিলা। এরপর দমকল কর্মীরা গাছে উঠে তাঁর কাছে যেতেই শুরু হয় কল্পিত ছোবল। শেষমেশ ঘন্টা খানেকের অপারেশনের পর। মহিলাকে আপাদমস্তক রজ্জুবন্ধ করে কপিকল পদ্ধতিতে নামানো হয় তাঁকে। হাঁফ ছেড়ে বাঁচেন মানুষ। পরে চিকিৎসক দেখানো হয় তাঁকে। পুলিশ ও দমকলবাহিনীর তৎপরতা প্রশংসা অর্জন করেছে মানুষের।

RELATED ARTICLES

Most Popular