Homeএখন খবরশোভন-বৈশাখীকে কড়া জবাব দিতে মানহানির মামলার সিদ্ধান্ত দেবশ্রীর

শোভন-বৈশাখীকে কড়া জবাব দিতে মানহানির মামলার সিদ্ধান্ত দেবশ্রীর

নিউজ ডেস্ক: শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রায়দিঘির তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়ের। রায়দিঘিতে শোভন ও বৈশাখী তাঁর সম্পর্কে যে মন্তব্য করেন তার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দেবশ্রী।

মানহানির মামলা করতে শনিবার আলিপুর কোর্টে আসেন রায়দিঘির বিধায়ক। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, দুজন ব্যক্তি তাঁর মানহানি করেছেন। শোভন চট্টোপাধ্যায়ের নাম করলেও বৈশাখীর নাম করেননি দেবশ্রী, বলেছেন, ওই মহিলার নাম নিতে চাই না। যেটা প্রাণে আসছে, সেটাই বলছেন, তাও আমি কিছু বলিনি। একতরফা বলছেন, আর আমি নিতে পারছি না। উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই বলে প্রচার হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। বলা হয়েছে আমি দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সিনেমা করি না সেটা আমার ইচ্ছে। উনি বলেছেন, আমি বাতিল নায়িকা। গোটা দেশ আমাকে চেনে, আমি জাতীয়, আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছি।

বিজেপিতে যোগ দেওয়া এককালের দাপুটে তৃণমূল নেতা সম্প্রতি রায়দিঘিতে একটি দলীয় অনুষ্ঠানে যান। সেখানেই রাজ্য সরকারের পাশাপাশি এলাকার দুবারের বিধায়কের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনেন শোভন-বৈশাখী। সেই দিনই তার প্রতিবাদে পাল্টা তোপ দাগেন দেবশ্রী। কিন্তু এদিন আরও একধাপ এগিয়ে মানহানির অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক।

টোটো কেলেঙ্কারি প্রসঙ্গেও মুখ খোলেন এদিন দেবশ্রী, তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। যে টাকাটা জালিয়াতি করেছে, সে গা ঢাকা দিয়েছে। তিনি তা আগে বুঝতে পারেননি, ভেবেছিলেন, গরিব মানুষের ভাল হবে। যে আসল অপরাধী, সে টাকা নিয়ে পালিয়েছে, হয়তো ধরা পড়বে। না জেনে কী করে তাঁর বিরুদ্ধে এত বড় অপবাদ দিতে পারে? উল্টো প্রশ্ন করেন দেবশ্রী।

শোভনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবশ্রী বলেন, “যিনি পরিবারকে ধরে রাখতে পারেন না, স্ত্রী-সন্তানদের কাছে রাখতে পারেন না, তিনি কীভাবে জনপ্রিয় নেতা হতে পারেন!”
এদিন বিজেপিতে যোগ প্রসঙ্গে দেবশ্রী রায় বলেন, “নিজের একটি ব্যক্তিগত কাজে বিজেপির অফিসে গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসেই থাকব এবং রয়েছি। শোভন বাবুর ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমার তো মনে হচ্ছে আমি শোভন-বৈশাখীর কাছে থ্রেট হয়ে গিয়েছি।“

RELATED ARTICLES

Most Popular