Homeএখন খবর১২ঘন্টার মধ্যে ফের দুর্ঘটনা, এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পথ দুর্ঘটনায় মৃত...

১২ঘন্টার মধ্যে ফের দুর্ঘটনা, এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পথ দুর্ঘটনায় মৃত ২ আহত একাধিক

আহতকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজের পথে 

নিজস্ব সংবাদদাতা: ১২ঘন্টা পের হলনা দুর্ঘটনায় এক শিক্ষিকারা মৃত্যুর,  ফের দুর্ঘটনায় মৃত্যু হল আরও ২জনের। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের পর ওই দিনই সন্ধ্যায় দুর্ঘটনায় একাধিক হতাহতের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকার ডেবরা-বালিচক রাজ্য সড়কে পি ডব্লু ডি অফিসের কাছে অটো ও খড় বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল অটো আর তাতেই  মৃত্যু হল ২ ব্যক্তির। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেবরা থেকে অটো করে কয়েজজন যাত্রী বালিচকের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি খড় বোঝাই গাড়ী মুখোমুখি খাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃত এক ব্যক্তি সনাক্ত করা হয়েছে কমল আদিত্য বলে। ৫৫ বছর বয়সী কামালের বাড়ি পার্শ্ববর্তী  পিংলা থানার  প্রতাপচক গ্রামে বলে জানা গেছে । অন্য মৃতের পরিচয়  এখনও পাওয়া যায়নি। আহতও হয়েছে বেশ কয়েকজন। তাদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। গাড়ী দুটিকে আটক করেছে ডেবরা থানার পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য এদিন সকালেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার কাছাকাছি ৬ নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কের পানশিলা সেতুর কাছে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারার পর উড়ে যায় একটি মারুতি ভ্যানের ছাদ। মারুতিতে ছিলেন স্থানীয় নিকাশি হাইস্কুলের শিক্ষিকা শম্পা রায় চক্রবর্ত্তী। মারুতির ছাদ উড়ে যাওয়ার সাথে সাথে চৌচির হয়ে যায় তাঁর মাথার খুলি। নিজের শিশুপুত্রকে একটি বেসরকারি স্কুলে ছেড়ে দিয়ে ফিরছিলেন শম্পা। বৃহস্পতিবার সাত সকালে এই দুর্ঘটনার পরই বালিচকের ঘটনা ঘটল সন্ধ্যায়। 

RELATED ARTICLES

Most Popular