নিজস্ব সংবাদদাতা: দিদি কে বলে বলে ক্লান্ত হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত কাঁসাইয়ের দুটি শাখায় বন্দি থাকা চারটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামের আড়াই লক্ষাধিক মানুষ। তাই এবার দিদি কে চিঠি লিখতে চলেছেন লক্ষাধিক মানুষ। রবিবার ৭১তম প্রজাতন্ত্র দিবসে এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল চারটি গ্রামপঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে গড়ে ওঠা দ্বীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ। রবিবার বাঁকাকুল প্রাথমিক  বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয় বেলা জানালেন সংগঠনের সম্পাদক গৌতম মাজি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাজি বলেন, ” আজকের সভায় ট্যাবাগেড়িয়া ও নাড়াজোল নদী ঘাটে সেতু নির্মানের দাবি নিয়ে আমরা নতুন করে দিদি কে লেখো  কর্মসূচী গ্রহন করলাম। ডেবরা ব্লক  এলাকার ভুক্তভোগী চারটি গ্রামের  সাধারন মানুষ দিদি এর ঠিকানায় সেতুর দাবী নিয়ে চিঠি লিখবেন। ”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের অন্যতম যুগ্ম সভাপতি সঞ্জয় গোস্বামী বলেন, ” আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ ফেব্রুয়ারি অবধি ১লক্ষ চিঠি পাঠাবো মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের   দ্বীপান্তর বাসী জনগনের দিদি কে বলো কর্মসূচীর প্রতি কোনও আস্থা নেই তাই ওই কর্মসুচীর পরিবর্তে দ্বীপবাসীরা দিদি কে লেখো কর্মসূচী  গ্রহন করছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের অন্য আরেক সভাপতি সুজিত পারিয়াল বলেন,” প্রতিবারই নির্বাচনের সামনে সক্রিয় হয় শাসকদল আবার নির্বাচন পেরিয়ে গেলে সেতু বানানোর উদ্যোগ স্থিমিত হয়ে পড়ে। আর কতদিন এই বঞ্চনা সহ্য করে যাবেন দ্বীপবাসী। এত আবেদন নিবেদন করেছি আমরা, দিদি কে বলে বলে জনগণ বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এবার বৃহত্তর কর্মসুচীর পথে হাঁটছি আমরা। আর দিদি কে লেখো দিয়েই সেই কর্মসুচী শুরু হতে চলেছে।” 

RELATED ARTICLES

Most Popular