Homeএখন খবরডিয়ার পার্কেই কি সক্রিয় চোরা শিকারীর দল ? তিন হরিনের ক্ষত বিক্ষত...

ডিয়ার পার্কেই কি সক্রিয় চোরা শিকারীর দল ? তিন হরিনের ক্ষত বিক্ষত দেহ ঘিরে উদ্বেগ সাধারনের

পড়ে রয়েছে ক্ষত বিক্ষত হরিন গুলি 

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার বাঁকুড়া জেলার  মুকুটমণিপুরের বন পুখুরিয়া ডিয়ার পার্কের বাইরে তিনটি হরিণের ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তর মনে করছে কুকুরের কামড়েই মৃত্যু হয়েছে হরিনের । কিন্তু প্রশ্ন উঠেছে। উঁচু ফেনসিং টপকে হরিন গুলো বাইরে বেরোল কিভাবে?


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য  পুখুরিয়া ডিয়ার পার্কে অন্তত ১০০টি হরিণ রয়েছে। এই তিনটি হরিণও এতদিন সেখানেই থাকত। পর্যটকদের মনোরঞ্জন করেছে হরিণগুলি। তবে বৃহস্পতিবার সকালে ডিয়ার পার্কের কাছে তিনটি হরিণের দেহ পড়তে থাকা দেখা যায়। খবর যায় বনকর্মীদের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। বনকর্মীরা দেখেন কারও পেটে আবার কারও পিছনের পায়ের কাছে মিলেছে ক্ষতচিহ্ন। কীভাবে ওই হরিণগুলির মৃত্যু হল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা তৈরি হয়েছে। বনদপ্তরের কর্মীরা হরিণের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান, কোনও হিংস্র কুকুরের আক্রমণেই ওই তিনটি হরিণের মৃত্যু হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডিয়ার পার্কটির  চতুর্দিকে উঁচু ইস্পাত জলের ফেনসিং দিয়ে  ঘেরা। হরিনের পক্ষে সেই ফেনসিং টপকানো সম্ভবই নয় !  সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কীভাবে হরিণগুলি পরিখা ঘেরা জায়গা থেকে বাইরে বেরিয়ে এল? কেউ কি তাদের বেরিয়ে যেতে সাহায্য করেছে? স্থানীয় একাংশে ধারনা হরিন মাংসের চোরা কারবারীরা সক্রিয় এলাকায়। চড়া দামে গোপনে এই মাংস কেনে কিছু ধনী মানুষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর সেই মাংস যোগাড় দিতেই রাতের অন্ধকারে পাচার করা হচ্ছিল হরিন গুলি। কুকুরের হামলার মুখে পালায় চোরা কারবারীর দল।  ঘটনার সঙ্গে কোনও বনকর্মীদেরও যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে ডিয়ার পার্কের নিরাপত্তা। তিনটি হরিণের রহস্যমৃত্যুতে ক্ষুব্ধ পশুপ্রেমীরা।

RELATED ARTICLES

Most Popular