Homeএখন খবর১৫দিনের মধ্যে চারবার আগুন দিল্লিতে,৩ শিশু সহ মৃত্যু ৯জনের, প্রশ্নের মুখে পুলিশ...

১৫দিনের মধ্যে চারবার আগুন দিল্লিতে,৩ শিশু সহ মৃত্যু ৯জনের, প্রশ্নের মুখে পুলিশ ও দমকল

নিজস্ব সংবাদদাতা :৪৩ জনের ভয়াবহ মৃত্যু থেকেও শিক্ষা নিলনা দিল্লি পুলিশ অথবা দমকল। কিরারি এলাকার আনাজ মন্ডির এক ব্যাগের কারখানায় আগুন লেগে সেই ভয়াবহ মৃত্যুর ঘটনার ১৫দিনের মধ্যেই চতুর্থবার আগুন লাগার ঘটনা ঘটল আর এবার প্রান দিল ৩শিশু সহ  ৯জন ।  মৃতদের মধ্যে এক ৬মাসের শিশুও রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে উত্তর পশ্চিম দিল্লির কিরারি এলাকার একটি কাপড়ের গুদামে। ঘটনাস্থলে এসে পৌঁছায়  দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু ততক্ষনে অগ্নিদগ্ধ হয়ে বিল্ডিংয়ের ভিতরেই প্রাণ হারিয়েছেন ৯ জন। জখম হয়েছেন আরও দশজন। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকল কর্মীদের তরফে জানানো হয়েছে গুদামটিতে কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেই খবর। আর এতেই পরিষ্কার হয়ে গেল যে  গত  ৮ ডিসেম্বর আনাজমান্ডির অগ্নিকান্ডে ৪৩ জনের প্রানের বিনিময়েও শিক্ষা নেয়নি দিল্লি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার বাসিন্দারা জানিয়েছেন , সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ কিরারি এলাকার কাপড়ের একটি গুদামে আগুন ধরে যায়। তিনতলা বাড়িটিতে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তিনতলা বাড়িটিতে মাত্র একটি সিঁড়ি থাকায় বহু শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে পারেনি। এদিকে কিরারি ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভবনা তৈরি হয়। তবে দমকলবাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়া আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কিন্তু গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, রাতে খাওয়া-দাওয়ার পর গুদামের কর্মীরপা শুয়ে পড়েছিলেন। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে তাঁদের ঘুম ভেঙে যায়। কিন্তু গুদামে প্রচুর পরিমাণ কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নিচে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। বহু শ্রমিক আগুন ঝলসে যান। তাঁদের দ্রুত সঞ্জয় গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যেকেই ভিন রাজ্যের শ্রমিক বলেই খবর। এদিনের আগুন ফের একবার কল-কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবারের ঘটনা ধরলে গত ১৫ দিনে মোট চারবার আগুন লাগে দিল্লিতে  দিল্লিতে। গত সপ্তাহ দিল্লির আনাজ মাণ্ডি এলাকায় আগুন লাগে। তারপর আগুন লাগে কিরারি মার্কেটে। পরে অগ্নিকাণ্ড দিল্লির পশ্চিম দিল্লির মুন্ডকা এলাকায়। একের পর এক ভয়াবহ অগ্নিকান্ডের জেরে দিল্লির কল-কারখান-গুদামের অগ্নিনির্বান ব্যবস্থার অসুরক্ষিত পরিস্থিতি বেআব্রু করে দিচ্ছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিল্লির নাগরিকদের দাবি বিভিন্ন মান্ডি এলাকায় পরিদর্শন করে পুরোনো ওয়ারিং , অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার কাজই হচ্ছেনা। ৫০বছরের পুরোনো বৈদ্যুতিক ব্যবস্থাতেও কাজ করছে অনেকে।

RELATED ARTICLES

Most Popular