Homeএখন খবরস্ত্রী বাপের বাড়ি যেতেই নিজের রিভলবার বের করে নিজেকে গুলি করে আত্মহত্যা...

স্ত্রী বাপের বাড়ি যেতেই নিজের রিভলবার বের করে নিজেকে গুলি করে আত্মহত্যা মুখ্যমন্ত্রীর নিরপত্তায় থাকা গোয়েন্দা আধিকারিক

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার বাপের বাড়ি গেছিলেন স্ত্রী আর তারপরই নিজের নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিক। মাত্র ৪৩বছরের আধিকারিক যাঁর সামনে পড়ে রয়েছিল আরও উঁচু পদে যাওয়ার সু্যোগ সে কেন এমন করতে গেল? তাহলে কি মেনে নিতে পারেনি স্ত্রীর যাওয়া নাকি ঝগড়া করে স্ত্রীর চলে যাওয়ার পরই এই সিদ্ধান্ত! কারন খুঁজছে পুলিশ। বারাকপুরের লাটবাগানের পুলিশ হেড কোয়ার্টারের আবাসনেই ঘটেছে  । বৃহস্পতিবার তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে বাপেরবাড়ি যাওয়ারা কিছু পরেই ওই ঘটনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্য গোয়েন্দা পুলিশের ওই  আধিকারিক বিশ্বজিৎ দত্ত  তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকটি দেখভাল করতেন। বর্ধমানের বাসিন্দা হলেও কর্মসূত্রে বারাকপুরের লাটবাগানের পুলিশ হেড কোয়ার্টারের আবাসনেই থাকতেন। আপনজন বলতে স্ত্রী এবং সন্তান ছাড়া কেউই ছিল না তাঁর। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী এবং সন্তান গিয়েছিল বাপেরবাড়ি। সেই সময় কোয়ার্টারে একাই ছিলেন আধিকারিক বিশ্বজিৎ দত্ত। আচমকাই তাঁর কোয়ার্টারের ভিতর থেকে গুলির শব্দ পাওয়া যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দৌড়ে আসেন অন্যান্যরা। সকলেই দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন তিনি। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। দেহ থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে রয়েছে বন্দুকটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান ওই আধিকারিককে আর বাঁচানো সম্ভব নয়। তিনি মারা গিয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোয়েন্দা দপ্তরের আধিকারিক কেন আচমকা আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তা বুঝতে পারছেন না কেউই। আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুর কথা জানানো হয়েছে তাঁর স্ত্রীকে। পারিবারিক কোনও অশান্তি থেকে বিশ্বজিৎ দত্ত এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও এই বিষয়ে পুলিশের তরফে কিছুই জানানো হয়নি। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। কথা বলছেন তাঁর স্ত্রীর সঙ্গে। 

RELATED ARTICLES

Most Popular