Homeএখন খবরভুল শুধরে নিয়ে দিঘায় জমজমাট বেঙ্গল বিজনেস কনক্লেভ

ভুল শুধরে নিয়ে দিঘায় জমজমাট বেঙ্গল বিজনেস কনক্লেভ

আগে (লাল রং চিহ্নিত ) ও এখন 

নিজস্ব সংবাদদাতা: দ্বিতীয় তথা শেষ দিনে জমজমাট পুর্ব মেদিনীপুরের দিঘায় বাংলা বানিজ্য সম্মেলন। গতকাল সম্মেলনের উদ্বোধনপর্বেই স্বাক্ষরিত হয়েছিল তিনটি মউ চুক্তি সহ বেশ কিছু বিনিয়োগ প্রস্তাবও। এদিনেই মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন তাজপুরে একটি বানিজ্য বন্দর তৈরি হবে বলে। দ্বিতীয় দিনে আরও কিছু প্রাপ্তির সম্ভবনা নিয়ে শুরু হয়েছে বেঙ্গল বিজনেস কনক্লেভ-২০১৯।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথম দিনেই সম্মেলন শুরুর আগেই শুধরে নেওয়া হয়েছে দিঘা জুড়ে লাগানো ভুলে ভরা পোষ্টার আর ব্যানার গুলি। ‘ইন কার্টসি’ মুছে লেখা হয়েছে , বাই কার্টসি। উল্লেখ্য ‘দ্য খড়গপুর পোষ্ট’ই প্রথম নজরে এনেছিল এই ভুল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কনক্লেভ উপলক্ষ্যে দিঘা সাজানোর দায়িত্ব প্রাপ্ত  একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাদের  ইংরেজিতে তৈরি  বিভিন্ন পোষ্টার ও ব্যানারে মূখ্যমন্ত্রীর ছবি সম্মিলিত আগত প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে ‘বাই কার্টসি’র জায়গায় লিখে ফেলে  ‘ইন কার্টসি’। বিষয়টা নজরে আসার পরেই এই মারাত্মক ভুল দেখে  চমকে উঠেছিল  জেলা তথা দিঘা প্রশাসন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছিলেন , ‘ এটা মারাত্মক লজ্জার । প্রায় ৩৫ টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আমন্ত্রিত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোল্যান্ড, ফ্রান্স, চেকোশ্লোভাকিয়া, অস্ট্রেলিয়া, চিন, বাংলাদেশের মতো দেশের প্রতিনিধি ও শিল্পপতিরা। সেখানে এরকম ভুল কাঙ্খিত নয়।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাঁদের নামে এই ভুল পোষ্টার ও ব্যানার ছাপা হয়েছিল সেই পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানিয়েছিলেন, ” লজ্জাকর এই ভুল। দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজম্যান্ট সংস্থাই এটা করেছে। অবিলম্বে শুধরে নিতে বলা হয়েছে এই ভুল।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষও অবাক হয়ে যান এই ভুল দেখে। এরপরই ভুল শুধরাতে রাস্তায় নেমে পড়ে ওই সংস্থা। রাতভর সমস্ত ফ্লেক্সয়ে সংশোধনের কাজ শুরু হয়। অবশেষে উদ্বোধনের আগেই বুধবার সকালের আগেই  সব ঠিকঠাক। 

RELATED ARTICLES

Most Popular