Homeএখন খবরমানুষ পাল্টেছে, আপনারাও পাল্টান নাহলে আমরা পাল্টে দিলে প্লাস্টিক সার্জারি করার পর...

মানুষ পাল্টেছে, আপনারাও পাল্টান নাহলে আমরা পাল্টে দিলে প্লাস্টিক সার্জারি করার পর বউও চিনতে পারবেনা, নারায়নগড়ে দিলীপ

নিজস্ব সংবাদদাতা: দুনিয়া কখনও এক জায়গায় দাঁড়িয়ে থাকেনা, পাল্টায়। যেমন এখানকার মানুষ তাঁদের মত পাল্টে আমাদের এনেছেন, আপনারাও পাল্টান। না হলে আমরা পাল্টে দেব আর এমন করে আপনাদের চেহারা পাল্টে দেব যে প্লাস্টিক সার্জারি করে আসলেও ঘরের বউও আপনাদের চিনতে পারবেনা, পাড়া প্রতিবেশিও চিনতে পারবেনা। আমাদের বাধ্য করবেননা এমন কাজ করাতে।” বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে এসে তৃণমূলের নেতা কর্মীদের এমনই ভাষায় হুমকি দিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মঙ্গলবার নারায়নগড় থানার পাহাড়পুর গ্রামে বিজেপি সমর্থকদের ওপর হামলার পাশাপাশি দুটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মীদের ওপর। আভিযোগ ১০০দিনের কাজ করানোর পরও পয়সা দেওয়া হয়নি কিছু মানুষকে। সেই পয়সা না দেওয়া হলে নতুন করে কাজ করতে রাজি হয়নি তাঁরা। আর তারপরেই তাঁদের মারধর করা হয় বলে আভিযোগ। একটি বাড়ি সম্পূর্ন গুঁড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় আরেকটি বাড়িও। তারই প্রতিবাদ করতে বুধবার এলাকায় যান মেদিনীপুর সাংসদ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘোষ বলেন, আমি শুনেছি এখানকার তৃণমূল নেতারা স্থানীয় মানু্ষের সঙ্গে পেরে উঠবেননা ধরে নিয়ে বাইরে থেকে লোক এনেছিলেন। আমি বলি মনে রাখবেন আপনারা যেমন বাইরে থেকে লোক এনেছেন ঠিক তেমনই আপনাদেরও নানা কাজে বাইরে যেতে হয়। এবার বাইরে গেলে আর যদি ঘরে ফিরে না আসতে পারেন, যদি হাসপাতালে চলে যেতে হয়  তখন আমাদের দায়ী করবেননা যেন।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘোষ এদিন পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ”কিছু দুর্নীতিগ্রস্থ পুলিশ আধিকারিক আর গুন্ডা দিয়ে মানুষকে চোখ রাঙাবেননা। আমি প্রথমবার এখানে এসেছি মুখে আপনাদের সাবধান করে দিতে এরপর আর মুখে কথা বলবনা, হাতে বলব। আর তখন আবার আপনাদের থানা পুলিশ , হাসপাতালে ছুটতে হতে পারে, আমাদের পায়েও এসে পড়তে হতে পারে।”  এদিন পাহাড়পুরে ভালো ভিড়ও হয়েছিল দিলীপ ঘোষকে দেখার জন্য। 

RELATED ARTICLES

Most Popular