Homeএখন খবরদিদির পুলিশ খৈনি খাবে আর দাদার পুলিশ ভোটের ডিউটি করবে।' রাষ্ট্রপতি শাসনেই...

দিদির পুলিশ খৈনি খাবে আর দাদার পুলিশ ভোটের ডিউটি করবে।’ রাষ্ট্রপতি শাসনেই বিধানসভার ভোটের ইঙ্গিত দিলীপের

নিজস্ব সংবাদদাতা: ২০২১ বিধানসভা নির্বাচন যে রাষ্ট্রপতি শাসনেই হতে চলেছে এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একশ শতাংশই যেন নিশ্চিত। রবিবার হলদিয়ায় দলীয় কর্মসূচিতে এমনটাই প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। বললেন,” আমি আপনাদের এখানে ঘোষণা করছি আগামী বিধানসভা ভোট দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। খাঁকি পোশাকের পুলিশকে বুথ থেকে ১০০ মিটার দূরে আম গাছের তলায় চেয়ার পেতে দেওয়া হবে সেখানে বসে বসে খৈনি খাবেন আর ভোট দেখবেন।” বিজেপির তরফ থেকে বহুবারই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগে থেকেই আর রাষ্ট্রপতি শাসন ছাড়া পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা সম্ভব নয়। তাই পক্ষান্তরে দিলীপ যে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন তা বলাই বাহুল্য।

বিধান সভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য বিজেপি রাষ্ট্রপতি শাসন নিয়ে চাপ তৈরি করে চলেছে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর যাতে কেন্দ্র সরকারের তরফে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়। ঠিক সেই উদ্দেশ্য নিয়েই গত বুধবার অমিত শাহ বঙ্গ সফরে এলে বিমান বন্দরে হাজির করা হয়েছিল পটাশপুরের নিহত মদন ঘড়ুইয়ের পরিবারের সদস্যদের। অন্যদিকে অমিত শাহও কয়েকদিন আগেই এ রাজ্যে রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ন নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন।

রবিবার হলদিয়ায় দিলীপ ঘোষ বলেছেন , “দিল্লি থেকে চক্রাবক্রা পোশাক পরে দাদার পুলিশ আসবে। হাতে লাঠি ও বন্দুকও থাকবে। দিদির যেসব ভাইয়েরা উৎপাত করেন এখনও পর্যন্ত শুধরে যাননি তারা শুধরে যান নয়তো হাত-পা ভাঙ্গে বা মাথা ফাটাবে। হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে নয়তো সোজা শ্মশানে যেতে হবে। যারা ভয় দেখাচ্ছে তাদের বলেদিন দিন শেষ হয়ে গেছে। হাত তুলে কথা না বলে চোখ নামিয়ে কথা বলুন। আগামী মে মাসে দিদিমণিকে ১৪ তলা থেকে বিসর্জন দেওয়া হবে গঙ্গায়।”

রাজ্য জুড়ে গনতন্ত্র নেই, কায়েম হয়েছে হিটলারি শাসন এবং মমতা ব্যানার্জী হচ্ছেন শাড়ি পরা হিটলার এমনটাই দাবি করে এদিন দিলীপ ঘোষ রাজ্যের মূখ্যমন্ত্রীকে শাড়ি পরা হিটলার বলেও কটাক্ষ করে বলেন, ” মমতা ব্যানার্জীর মত স্বৈরাচারী আর কেউ হয়না। উনি শাড়ি পরা হিটলার। তাই পশ্চিমবাংলার মানুষ আজ মুক্তি চাইছে।”

রাষ্ট্রপতি শাসনের উপযোগী যে বাংলা তা তুলে ধরতে বিজেপির দ্বিতীয় অস্ত্র হল রাজ্য থেকে গত কয়েক বছরে কয়েকজন সন্দেহভাজন উগ্রপন্থীর গ্রেপ্তার। খাগড়াগড় থেকে শুরু করে সাম্প্রতিক কালে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া সন্দেহ ভাজন আল কায়দা জঙ্গির গ্রেপ্তার প্রসঙ্গ উল্লেখ করে দিলীপ ঘোষ বলেছেন, “বোম- বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে বাংলায়। বাংলায় উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। আল-কায়েদার সঙ্গে সঙ্গে সমস্ত রকম উগ্রপন্থীদের আজ পশ্চিমবঙ্গে ডেরা। সারা পশ্চিমবাংলায় জুড়ে জাল বিস্তার করে আছে।”

RELATED ARTICLES

Most Popular