Homeরাজ্যউত্তরবঙ্গপরীক্ষার্থীদের 'অসুবিধা', চাক্কা জ্যাম কর্মসূচির সময় বদলাল ঝাড়খন্ড দিশম পার্টি

পরীক্ষার্থীদের ‘অসুবিধা’, চাক্কা জ্যাম কর্মসূচির সময় বদলাল ঝাড়খন্ড দিশম পার্টি

নিউজ ডেস্ক : টেট পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে নিজেদের আন্দোলনের কর্মসূচিতে ‘শিথিলতা’ আনল ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান। সকাল ৬টার পরিবর্তে তাদের রেল রোকো এবং চাক্কা জ্যাম কর্মসূচি শুরু হবে দুপুর ১টা থেকে। আর শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য কমিটির সভাপতি মোহন হাঁসদা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য কমিটির সভাপতি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আদিবাসীদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা। বিশেষ করে জনগণনার সময় আদিবাসীদের সারনা ধর্ম-র জন্য পৃথক কলাম কোডের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু দেশের ১৫কোটি আদিবাসীদের দাবি উপেক্ষিতই থেকে গিয়েছে। ‘

হাঁসদা বলেন, ‘বাধ্য হয়ে ৩১ জানুয়ারি আদিবাসী অধ্যুষিত ৫টি রাজ্যে সকাল থেকে রেল রোকো এবং চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে আমরা জানতে পেরেছি আগামীকাল টেট পরীক্ষা আছে। তাই আগামীকালের কর্মসূচির ক্ষেত্রে আমরা কিছুটা পরিবর্তন আনছি।’

জানা গিয়েছে, রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির সঙ্গে গৌড়বঙ্গের তিনটে জেলাতেও এই কর্মসূচি পালন করা হবে। তবে ঝাড়খন্ড দিশম পার্টির এই ঘোষণার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টেট পরীক্ষার্থী সহ অভিভাবকেরা।

RELATED ARTICLES

Most Popular