Homeএখন খবরহাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে বিপর্যয়; কমপক্ষে ২২ জনের মৃত্যু

হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে বিপর্যয়; কমপক্ষে ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:  অক্সিজেন ট্যাঙ্কার লিক করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের হাসপাতালে। নাসিকে ডা. জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে বিপর্যয়। এই ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন ওই ২২ জন রোগী। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার সময় ওই হাসপাতালে ১৭১ জন রোগী ছিলেন।বহু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই প্রসঙ্গে FDA মন্ত্রী ডা. রাজেন্দ্র শিঙ্গানে বলেছেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট নিচ্ছি। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। জড়িতদের রেয়াত করা হবে না।’

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ট্যাঙ্কারে অক্সিজের ভর্তি করা হচ্ছিল। সেই সময়ই ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে। পরিস্থিতি সামলাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, নাসিকে ট্যাঙ্কারে ভালভ লিক করে এই ঘটনা ঘটেছে। প্রচুর পরিমাণে অক্সিজেন লিক করেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে যে গতিতে সংক্রমণ বাড়ছে,তাতে এবার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র। খুব শীঘ্রই হয়তো সে রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মঙ্গলবার এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সে রাজ্যের দুই মন্ত্রী। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সংবাদমাধ্যমে বলেছেন, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে তাঁরা মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ লকডাউনের সুপারিশ দিয়েছেন।

উল্লেখ্য, করোনাকালে দেশে অক্সিজেন ট্যাঙ্কারের ঘাটতি দেখা গিয়েছে;  মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বিপজ্জনক। এই আবহে এদিন যে দুর্ঘটনা ঘটল হাসপাতালে, তাতে উদ্বেগ আরও বাড়ল।

 

RELATED ARTICLES

Most Popular