Homeএখন খবরঅতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেশে সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে করোনা; একদিনেই আক্রান্ত ৪...

অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেশে সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে করোনা; একদিনেই আক্রান্ত ৪ লক্ষ ছুঁয়ে, মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার পেরিয়ে, চিন্তায় ফেলছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট

নিউজ ডেস্ক: কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোভিডের দ্বিতীয় ঢেউ। দেশজুড়ে চলছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সমস্ত রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন ৷ মৃত্যু হয়েছে ৩,৬৪৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন ৷

দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা অতিমারী পর্বে দেশে সর্বোচ্চ। গত বছর থেকে করোনাভাইরাস ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জনের প্রাণ কেড়েছে। কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দেশে। সেই সঙ্গে দৈনিক মৃত্যুও এই প্রথম বার সাড়ে তিন হাজার পেরিয়ে গিয়েছে। এই আক্রান্ত বৃদ্ধির জেরে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ৷ দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে মৃত্যুও ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ প্রায় সর্বত্র দেখা গিয়েছে অক্সিজেন সংকট। ইতিমধ্যেই দিল্লিতে অক্সিজেনের অভাবে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সর্বত্র অক্সিজেন পৌঁছে দিতে কেন্দ্রের তরফে চালু করা হয়েছে অক্সিজেন এক্সপ্রেস। দেশে করোনা ভাইরাস সংক্রমণ এবং অক্সিজেনের ঘাটতি সম্পর্কে সুপ্রিম কোর্টে ২০১ পৃষ্ঠার একটি হলফনামা জমা দিয়েছে কেন্দ্র সরকার। হলফনামায় বলা হয়েছে যে, অক্সিজেনের সরবরাহ বাড়াতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তদারকি করছেন। অন্যান্য দেশ থেকে অক্সিজেন আমদানি করা হচ্ছে।
তবে এরই মাঝে আরও চিন্তা ধরাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানানো একটি বিষয়। সম্প্রতি ‘হু’ জানিয়েছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে এক ডজনেরও বেশি দেশে ৷ অর্থাৎ ভারত থেকে করোনার এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ৷ ইউএন হেলথ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯-এর B.1.617 ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আরও বেশ কয়েকটি দেশে ৷ অন্তত ১৭টি দেশে পাওয়া গিয়েছে এই ভাইরাস ৷ এই B.1.617 নিয়ে চিন্তিত হু‘ও৷ সারা বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন কোভিড-১৯-এর B.1.617 ভ্যারিয়েন্ট নিয়ে।

RELATED ARTICLES

Most Popular