Homeএখন খবরপ্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে ঢুকে সদ্যজাতকে তুলে নিয়ে মেঝেতেই ছিঁড়ে খেল...

প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে ঢুকে সদ্যজাতকে তুলে নিয়ে মেঝেতেই ছিঁড়ে খেল কুকুর

নিজস্ব সংবাদদাতা: প্রসূতি বিভাগের  অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে গিয়ে এক সদ্যোজাত শিশুকে টেবিল থেকে টেনে নামিয়ে মেঝেতে ফেলে ছিঁড়ে খেল পথ কুকুর ৷ সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিশুটি জন্মের মাত্র কয়েক মিনিটের মধ্যেই। উত্তরপ্রদেশের ফাররুকাবাদ শহরের একটি নামকরা ব্যয়বহুল বেসরকারি হাসপাতাল আকাশগঙ্গার ঘটনায় তাজ্জব গোটা দেশ। শোকে ভেঙে পড়েছেন সদ্যজাতর পরিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি বেসরকারি অর্থলগ্নি প্রতিষ্টানের কর্মচারী রবিকুমার জানিয়েছেন, ” সোমবার আমি আমার স্ত্রী কাঞ্চনকে নিয়ে এসেছিলাম আকাশগঙ্গা হাসপাতালে। প্রসবযন্ত্রনায় কাতরাচ্ছিল আমার স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বলেছিল স্বাভাবিক প্রসব হয়েছে। পরে তারা জানায় যে সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে আমার স্ত্রীকে। কিছুক্ষন পরেই তাঁরা বলেন আমার স্ত্রীর অপারেশন সফল এবং তাঁকে বিছানায় নিয়ে যাওয়া হয়েছে তবে বাচ্চাটি অপারেশন থিয়েটারেই রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁরা আমাকে অপেক্ষা করতে বলেন। এরপরই নার্স এবং অন্য একজন অপারেশন থিয়েটারে যান এবং আতঙ্কে চিৎকার করে বাইরে বেরিয়ে আসেন উদভ্রান্তর মত। আমি দৌড়ে ভেতরে গিয়ে দেখি মেঝেতে পড়ে রয়েছে আমার সন্তান তাঁর বুক এবং বাঁ চোখ খুবলে নেওয়া। একটা কুকুর তখনও তাঁকে ছিঁড়ে চলেছে। কুকুরটা আমাকে দেখে প্রথমে বেরিয়ে যায় কিন্ত ফের ঢোকার চেষ্টা করে। হাসপাতালের কর্মীদের বাধা পেয়ে সে পালায়। ছোট্ট দেহটা ক্ষতবিক্ষত ৷”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিজাত এলাকা আবাস বিকাশ কলোনীর ওই হাসপাতালের  ডাক্তার ও হাসপাতাল কর্মীদের চূড়ান্ত গাফিলতি ও অমানবিকতার অভিযোগ তুলে রবি জানান, ‘প্রথমে টাকা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা হয় এবং আমাকে বলা হয় আমার পুত্র সন্তানটি মৃত অবস্থায় প্রসব হয়েছিল।” পরে পুলিশে আভিযোগ করেন রবি ও কাঞ্চন। পুলিশ অবহেলা জনিত মৃত্যুর একটি মামলা দায়ের করেছে ওই হাসপাতালের কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফারুকাবাদের জেলা শাসকের নির্দেশে ওই হাসপাতালটি বর্তমানে সিল করে দেওয়া হয়েছে। স্থানীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজীব শাক্য প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন অপারেশন করার মত কোনও বৈধ কাগজপত্র হাসপাতালের নেই। 

RELATED ARTICLES

Most Popular