Homeএখন খবরবাড়ন্ত করোনার মুখে রাজ্যে প্রতি সপ্তাহে ঢুকবে মাত্র ১টি ট্রেন

বাড়ন্ত করোনার মুখে রাজ্যে প্রতি সপ্তাহে ঢুকবে মাত্র ১টি ট্রেন

ওয়েব ডেস্ক : রাজ্যে দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে৷ ক্রমশ বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে যে সকল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেশি সেই রাজ্যগুলি থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। এবার ক্রমশ বেড়ে চলা সংক্রমণের কথা মাথায় রেখে সংক্রমিত এলাকা থেকে সপ্তাহে মাত্র ১টি করে বিশেষ ট্রেন রাজ্যে ঢোকার অনুরোধ জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের এই সংক্রান্ত অনুরোধ মেনে নিয়েছে রেলমন্ত্রক।

জানা গিয়েছে, এবার থেকে যে সকল রাজ্যে সংক্রমণের মাত্রা বহুগুন ছাড়িয়েছে যেমন দিল্লি, মুম্বই ও আমদাবাদ থেকে বিশেষ ট্রেন সপ্তাহে কেবল একটি করে আসবে হাওড়ায়। এবিষয়ে দক্ষিণপূর্ব রেলের মুখপাত্র জানান, আগে প্রতিদিন ট্রেন ছাড়া হলেও বর্তমানে সংক্রমণের কথা মাথায় রেখে সরকারের আবেদন অনুসারে আগে যে সকল ট্রেন প্রতিদিন ছাড়া হত, এখন সেই ট্রেন ছাড়া হবে সপ্তাহে একদিন। ফলে, হাওড়া ও আমদাবাদের মধ্যে কেবল একটি ট্রেনই ছাড়বে প্রতি সপ্তাহে। জুলাই ১০ থেকে হাওড়া-আমদাবাদ স্পেশাল প্রতি শুক্রবার দিন ছাড়বে। সেই ট্রেনটিই সোমবার করে আমদাবাদ থেকে ফিরবে, জুলাই ১৩ থেকে।

পাশাপাশি একই ভাবে হাওড়া থেকে মুম্বইয়ের সিএসটি জংশনের ট্রেন ছাড়বে প্রতি বুধবার। সেটি মুম্বইয়ে পৌঁছাবে শুক্রবার। এরপর প্রতি শুক্রবার হাওড়ার উদ্দেশে রওয়ানা দেবে ট্রেনটি। আগামী ১৫ জুলাই থেকে দিল্লি, মুম্বাই, আমেদাবাদ থেকে প্রতি রুটে এই দিনক্ষণ মানা হবে। পাশাপাশি সব ট্রেনের স্টপ ও সময় একই থাকবে। ১১ জুলাই থেকে সপ্তাহে একবার হাওড়া ও দিল্লির দুটি ট্রেন-একটা পটনা দিয়ে ও একটি ধানবাদ দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

তবে ট্রেনের নিয়মের বেশ খানিকটা তফাত রয়েছে। এক্ষেত্রে যে সকল রাজ্য বেশি সংক্রমিত, সেখানে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। যাত্রীরা চাইলেই মুম্বই, দিল্লি, চেন্নাই যেতে পারে কিন্তু আগামী দু সপ্তাহ কোনোভাবেই বিমানে ফিরতে পারবে না। তবে শুধু যে বিমানের ক্ষেত্রেই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে তা কিন্তু নয়। ট্রেনের ক্ষেত্রে হাওড়া থেকে যে সকল ট্রেন যাত্রা শুরু করবে তাদের রুট পিছু সপ্তাহে একটি করে দেওয়া হল। অর্থাৎ প্রতি রুটের সপ্তাহে একটি করে ট্রেন হাওড়া ঢুকবে, সেটিই আবার বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে রওনা হবে৷
এদিকে রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশই বেড়ে চলেছে৷ একে একে আক্রান্ত হচ্ছেন রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। সোমবার পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত ছিল ২২, ৯৮৭। করোনায় মৃত ৭৭৯। তবে শুধুমাত্র যে আক্রান্ত কিংবা মৃতের সংখ্যাই পাল্লা দিয়ে বাড়ছে তা কিন্তু নয়। সেই সাথে রাজ্যে সুস্থতার হারও চোখে পড়বার মতো। সোমবার পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ৷

RELATED ARTICLES

Most Popular