Homeএখন খবরপূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সূর্যগ্রহন পর্যবেক্ষণ

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সূর্যগ্রহন পর্যবেক্ষণ

অরুণ কুমার সাউ, তমলুক: বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে আজ জেলার সর্বত্র সূর্যগ্রহন পর্যবেক্ষণের আয়োজন করা হয়। এজন্য সংগঠনের উদ্যোগে তমলুক, পাঁশকুড়া, হলদিয়া, মহিষাদল, কাঁথি, এগরা, বাজকুল, মুগবেড়িয়া, নিমতৌড়ি, ঠেকুয়া, নন্দীগ্রাম সহ২০ টি জায়গায় পর্যবেক্ষণ শিবির করা হয়। কোথাও টেলিস্কোপ, কোথাও সান ফিল্টার আবার কোথাও বা পিন হল ক্যামেরার মাধ্যমে শত শত মানুষ এই বিরল মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এজন্য গত একমাস ধরে সংগঠনের পক্ষ থেকে এবিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য সেমিনার ও প্রচার অভিযান চালানো হয়। কয়েক হাজার সান ফিল্টার ও বই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সংগঠনের সদস্যরা।   সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও ৯ টার পর সূর্যগ্রহন দেখা গিয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সুমন্ত সী বলেন, ” আজও মানুষ বিশ্বাস  করেন রাহুর গ্রাসে সূর্যগ্রহন হয়। সূর্যগ্রহণের সময় কিছু খেতে নেই। এই ধরনের কুসংস্কার গুলিকে দূর করার জন্য আমরা জেলা জুড়ে প্রচার অভিযান ও সেমিনারের আয়োজন করেছিলাম যাতে সাধারণ মানুষ কুসংস্কার মুক্ত মন নিয়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন” ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বহু ক্যাম্পে বিস্কুট বা খাওয়ার খাইয়ে এই সংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করা হয়৷।            নিমতৌড়ি সায়েন্স সোসাইটির পক্ষ থেকে কুলবেড়্যা ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প হয়৷ সোসাইটির সভাপতি নকুল চন্দ্র দাস বক্তব্য রাখেন৷ এ বিষয়ে ক্যুইজ পরিচালনা করেন কৃষ্ণ প্রসাদ ঘড়া৷ কুসংস্কারের বিরুদ্ধে বিস্কুট খাইয়ে সকলকে সচেতন করা হয়৷

RELATED ARTICLES

Most Popular