Homeএখন খবরঝাড়গ্রামের পর হাতির হানায় আনন্দপুরে মৃত্যু ,শহরের পর এবার গ্রামে ঢুকে হামলা...

ঝাড়গ্রামের পর হাতির হানায় আনন্দপুরে মৃত্যু ,শহরের পর এবার গ্রামে ঢুকে হামলা দাঁতালের, উত্তেজনা আনন্দপুরে

তছনছ ফসলের ক্ষেত 

নিজস্ব সংবাদদাতা: ২৪ঘন্টা পের হলনা আবারও হাতির হানায় মৃত্যু হল একজনের। ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। ঝাড়গ্রামের পর এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর। পুলিশ সূত্রে জানা গেছে,  মৃতের নাম শম্ভু হেমব্রম , আহত যুবকের নাম বৈদ্যনাথ মান্ডি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন,  গত কয়েক দিন ধরেই আনন্দপুর থানার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২ডজন হাতির একটি পাল।  বৃহস্পতিবার রাতে সেই হাতির পালটি ঢুকে পড়ে গ্রামের মধ্যে । পালের একটি  দাঁতালের সামনে পড়ে যায় শম্ভু । ক্রুদ্ধ দাঁতাল পিষে দেয় তাকে, ওই ঘটনাতেই  আহত হয় বৈদ্যনাথও ।গুরুতর আহত দুজনকেই প্রথমে স্থানীয় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আরও উন্নত চিকিৎসার জন্য  মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যু হয় তার। বৈদ্যনাথ এখনও চিকিৎসাধীন।

মৃত যুবক 

এদিকে ক্রমাগত হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ক্ষোভের পারদ চড়ছে মানু্ষের। শুধুই মৃত্যু নয়, ঘটছে ব্যাপক ক্ষয়ক্ষতিও। শষ্যহানি ও বাড়ি ঘর ভাঙছে। শুক্রবার সকালে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরন ও মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে অবরোধ করে এলাকাবাসী। ক্ষুব্ধ গ্রামবাসিদের আভিযোগ পাঁচ দিন ধরে হাতির পাল এই খবর বনদপ্তরকে জানিয়েও কোনও লাভ হয়নি। শুক্রবার ঘটনাস্থলে বনদপ্তর আধিকারিকরা এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বনকর্মীরা জানিয়েছেন নিয়ম মেনেই ক্ষতিপূরন পাবেন নিহতের পরিবার ও ফসল , সম্পত্তি ক্ষতি হওয়া পরিবার গুলি। উল্লেখ্য বুধবারই ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যু হয় দুজনের। এরমধ্যে একজনকে ঝাড়গ্রাম শহরের মধ্যে ঢুকে আছড়ে মারে দাঁতাল। এরপরই আতঙ্ক ছড়িয়েছে শহরে। 

RELATED ARTICLES

Most Popular