Homeএখন খবরঝাড়গ্রামে দুই হাসপাতাল দাপিয়ে বেড়াল হাতির দল, আত্মারাম খাঁচাছাড়া রুগীদের

ঝাড়গ্রামে দুই হাসপাতাল দাপিয়ে বেড়াল হাতির দল, আত্মারাম খাঁচাছাড়া রুগীদের

নিজস্ব সংবাদদাতা: একই দিনে দুই হাসপাতাল দাপিয়ে বেড়াল দলমার দাঁতালের দল॥ আতঙ্কে রোগী ও রোগীর পরিজনদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হল। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ও নয়াগ্রামের ঘটনায় দিশেহারা হয়ে পড়ে স্থানীয় প্রশাসন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন সকালে বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে দাপিয়ে বেড়াল একটি রেসিডেন্সিয়াল হাতি ।রোগীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। পাছে হাতি হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে এই অনুমান করে কিছু রুগী হাসপাতাল ছেড়ে উল্টো দিকের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। স্থানীয় বাসিন্দারা অবশ্য জোটবদ্ধ হয়ে হাতিটিকে তাড়া করে জঙ্গলে পাঠিয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপর দিকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাচীর ভেঙেই ফেলে দাঁতালের দল। কর্তৃপক্ষ জানিয়েছেন,  মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ভোরবেলায় হাসপাতালের কোয়ার্টারের দিক থেকে দলমা দলের দাঁতালে প্রবেশ করে প্রায় ৫০ ফুট প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বনদফতর সুত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে ওড়িশার দিক থেকে প্রায় ৭০ থেকে ৮০ টি হাতি নয়াগ্রাম ব্লকে প্রবেশ করে। হাতি গুলি ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে মানুষের তাড়া খেয়ে হাতি গুলি যাওয়ার পথ না পেয়ে হাসপাতালের প্রাচীর ভেঙে ঢুকে পড়ে।আর ঢুকে পড়েই হাসপাতালের ওই চত্ত্বরে থাকা কলা গাছ খেয়ে সাবাড় করে আবারও ওই ভাঙা প্রাচীরের অংশ দিয়ে।

RELATED ARTICLES

Most Popular