Homeএখন খবরএবার ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে এলো Massenger Rooms একসাথে ৫০ জনকে করতে পারবেন...

এবার ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে এলো Massenger Rooms একসাথে ৫০ জনকে করতে পারবেন ভিডিও কলিং

ডিজিটাল ডেস্ক: এবার ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে যে কোন ব্যক্তি গ্রুপ ভিডিও কলিং বা ভিডিও কনফারেন্স করতে পারবেন। লকডাউন এর ফলে সমস্ত অফিস স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে বন্ধুদের সাথে গল্পগুজব করার জন্য এবং অফিসের জরুরী মিটিং সারার জন্য সবজায়গাতেই ভিডিও কনফারেন্সিং অ্যাপের জনপ্রিয়তা বাড়তে থাকে

সেইজন্য জুম অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। কিন্তু এই অ্যাপটির নিরাপত্তায় ত্রুটি থাকায় বিভিন্ন বড় বড় কোম্পানি ও ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অনেকেই ব্যবহার করছেন না। আর এজন্যেই ফেসবুক তাদের মেসেঞ্জারে নতুন ফিচারস আনছে যার মাধ্যমে একসাথে 50 জন মানুষ ভিডিও কনফারেন্সে যোগদান করতে পারবেন

মেসেঞ্জার রুমে থাকছে একাধিক অন্যান্য সোশ্যাল ফিচারসও মেসেঞ্জার এর মধ্যে থেকে ভিডিও কনফারেন্সিং করার জন্য ফেসবুক একাউন্টে থাকার কোনো প্রয়োজনও নেই যিনি ভিডিও কনফারেন্সিং শুরু করবেন তিনি একটি লিংক এর মাধ্যমে যে কাউকে এ ভিডিও কনফারেন্সে যোগদান দেওয়ার আহ্বান জানাতে পারবেন এবং চাইলে সে ব্যক্তি যে কাউকেই কনফারেন্স থেকে বের করতে পারবেন। ফেসবুক জানিয়েছে অন্য কোন ব্যক্তি যাতে রুমের মধ্যে প্রবেশ না করতে পারে সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েই এই ফিচারসটি আনছে তারা।

বিশ্বব্যাপী মোট আড়াই কোটিরও বেশি ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী আছে তাই তাদের কথা মাথায় রেখে ফেসবুক তাদের এই নতুন ফিচারটি আনতে চলেছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন আপডেটের মাধ্যমে এই ফিচারটি যোগ করা হবে মেসেঞ্জারে।

RELATED ARTICLES

Most Popular