Homeএখন খবরত্বকের যত্নে অত্যন্ত সহায়ক ফেসপ্যাক; জানুন উপযোগী কিছু ফেসপ্যাক সম্পর্কে

ত্বকের যত্নে অত্যন্ত সহায়ক ফেসপ্যাক; জানুন উপযোগী কিছু ফেসপ্যাক সম্পর্কে

নিউজ ডেস্ক: প্রতিদিন ব্যস্ত সময়ে আলাদা সুময় বের করে ত্বকের যত্ন নেওয়ার সময় হয় না অনেকেরই। ফলে ত্বক নিজের কোমলতা ও সৌন্দর্য হারায়। কিন্তু সৌন্দর্য ধরে রাখতে হলে তার যত্ন করা প্রয়োজন। বাইরে থেকে কেনা রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করলে কিছু ঝুঁকি থেকেই যায়। দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। তাই সবচেয়ে ভালো হয় এমন কোনও সহজ উপায় খুঁজে বের করলে, যার মাধ্যমে খুব সহজেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয়।

ত্বকের সব সমস্যার সমাধান করতে আমাদের প্রয়োজন হয় ফেসপ্যাকের । যে যে উপকারি উপাদান ফেসপ্যাকে ব্যবহার করা হয় সেগুলো ত্বকের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে ত্বক সজীব রাখে। এছাড়া ব্রণ দূর করতেও প্রয়োজন হয় ফেসপ্যাকের।

মধু এক্ষেত্রে একটি উপকারী উপাদান। এর নানা গুণের কথা সবারই জানা। প্রাকৃতিক এই উপাদান শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও উপকারী ভূমিকা রাখে। মধুর প্রদাহ বিরোধী ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানের কারণে ত্বকের যেকোনও সমস্যায় এটি কার্যকরী ভূমিকা রাখে। ত্বক ভালো রাখতে ও উজ্জ্বল করতে মধুর তিনটি অসাধারণ ফেসপ্যাক সম্পর্কে জেনে নিন-

মধু, হলুদ ও দুধ

ত্বকে চটজলদি উজ্জ্বলতা আনতে চাইলে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ১/৪ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ মধু ও ২ চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে একটা ফেসপ্যাক তৈরি করে নিন। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর প্যাকটি আলতো হাতে সারা মুখে লাগিয়ে নিন। পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বককে হাইড্রেট রাখে। হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা কম করে। দুধে প্রচুর মিনারেল এবং ভিটামিন থাকায় তা ত্বকের মৃত কোষকে দূর করে, ত্বককে কোমল করে অনেকটাই।

মধু ও লেবুর রস

একটি বাটিতে ১ টেবিল চামচ মধু ও ২ চা চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফেসপ্যাকটি মুখের লাগিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বকের ময়লা দূর করতে চাইলে সপ্তাহে একবার এটি ব্যবহার করতে পারেন।

মধু ও পেঁপে

দুই টুকরো পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী। এ ছাড়া বয়সের ছাপ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।

ত্বকের যত্নে সপ্তাহে অন্তত দুবার উল্লেখিত প্যাক গুলির যে কোনও একটি ব্যবহার করুন। তবে ভালো ফল পেতে অবশ্যই এই ধারাবাহিকতা বজায় রাখা উচিৎ।

RELATED ARTICLES

Most Popular