Homeএখন খবরকরোনার জন্য জিও দিচ্ছে ৪৯৮ টাকার ফ্রি রিচার্জ, ভুলেও এই বার্তা শেয়ার...

করোনার জন্য জিও দিচ্ছে ৪৯৮ টাকার ফ্রি রিচার্জ, ভুলেও এই বার্তা শেয়ার করবেননা

নিজস্ব সংবাদদাতা: করোনায় লকডাউন হয়ে ঘরে বসে রয়েছেন আর ঘরে বসে বসে কি করবেন ? প্রচুর সিনেমা দেখুন বা অন্য কিছু করে সময় কাটাতে পারেন অন লাইনে। আর এই জন্য নেট ফ্লিক্স, পর্ন হাব আপনাকে ফ্রি মেম্বারশিপ দিচ্ছে। কিন্তু সে সব দেখার জন্য আপনার ডেটা দরকার। আর সেই কারনে জিও আপনাকে দিচ্ছেন ৪৯৮টাকার ফ্রি রিচার্জয়ের সুযোগ। আপনার কাছে এমনই মেসেজ এল। বলা হল দশ জনকে ম্যাসেজটা ফরোয়ার্ড করুন। দশজনকে ম্যাসেজটা পাঠাতে আপনার ডেটা খরচ হল আর পাশাপাশি ম্যাসেজটা যিনি বানিয়েছেন তাঁর শেয়ার বাড়ল, ইনকাম বাড়ল। আপনার ডেটা খরচ হল কিন্তু কোনও রিচার্জ অপশন পেলেননা। পাবেনও না কারন বাস্তবে জিওর এমন কোনও প্ল্যানই নেই।

কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছে তা হল জিও-কে ঘিরে এমনই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
হোয়াটসঅ্যাপে অনেক মানুষ লিঙ্ক শেয়ার করে দাবি করেছিলেন, যারা সেই লিঙ্কে ক্লিক করবেন তাঁরা সকলে ৪৯৮ টাকার ফ্রি রিচারজ পাবেন। আরও একজন সোশ্যাল মিডিয়া ইউসার হিন্দিতে লিখেছেন যার বাংলা মানে, “লকডাউনের মত সংকটের সময় জিও ৪৯৮ টাকার ফ্রি রিচারজ দিচ্ছে। এই অফার ৩১ মার্চ অবধি বৈধ থাকবে”। কেউ আবার ফেসবুকে দাবি করেছেন, সব গ্রাহকদের জন্য ৪৯৮ টাকার ফ্রি রিচারজ দিচ্ছে জিও। ঠিক একই দাবি জানিয়ে লিঙ্ক শেয়ার করেছেন একাধিক মানুষ।
ইন্ডিয়া টুডে’র অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। যদিও জিও-র তরফে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন একটি ক্যাম্পেন শুরু হয়েছে যেখানে মারণ করোনা ভাইরাসকে মোকাবিলা করার কথা জানানো হয়েছে তবে তাঁর সঙ্গে রিচার্জ প্ল্যানের দাবির কোনও সম্পর্ক নেই।

নেট জালিয়াতদের আয়ের একটি বড় কারবার তাদের তৈরি একটি পোষ্টকে কত বেশি শেয়ার করানো যেতে পারে। আর সেকারনেই সময়ের সঙ্গে তাল রেখে এই পোষ্টগুলি তৈরি করে। এখন সেই বিষয়টা হল করোনা। করোনাকে ঘিরে এমন পোষ্ট তৈরি হচ্ছে যার কোনও বাস্তব ভিত্তিই নেই। যেমন রাশিয়া নাকি লকডাউন সফল করতে শহরে সিংহ ছেড়ে দিয়েছে। কেউ নাকি এমন বই লিখেছে যাতে ৪০বছর আগেই বলা হয়েছিল চিনে করোনা হবে। লোকে বুঝে না বুঝে শেয়ার করছেন। জিওর নামে শেয়ার করা প্ল্যানটি তেমনই ভুয়ো।

RELATED ARTICLES

Most Popular