Homeএখন খবরকাক ভোরে আগুন লাগল মহানগরে, আতংকে কালঘাম ছুটল পড়শিদের

কাক ভোরে আগুন লাগল মহানগরে, আতংকে কালঘাম ছুটল পড়শিদের

নিজস্ব সংবাদদাতা: কাক ভোরেই দাউ দাউ  করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখা শীতের আমেজ ভরা সকালের ঘুম কেড়ে  নিল কলকাতা মহানগরের উল্টোডাঙা এলাকায়। মঙ্গলবার উল্টো ডাঙার ক্যানেল ইস্ট এলাকার একটি কাঠের গুদামে বিধ্বংসী আগুন লাগে। গুদামের ভেতরে কাঠ ছাড়াও রঙ , পুটিং, বার্নিশ ইত্যাদি   দাহ্য পদার্থ থাকায় দাউদাউ করে ছড়িয়ে পড়ে লেলিহান অগ্নিশিখা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৬টি ইঞ্জিন। তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসললেও পুড়ে ছাই হয়ে গেছে গুদামটি।  আগুন নিভলেও গুদাম সংলগ্ন বসতির মানুষজন এখনও আতঙ্কিত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গেছে ভোর ৫টা নাগাদ প্রথম ধোঁয়া উড়তে দেখা যায় গুদামটি থেকে। ভোর বেলায় নেহাৎই প্রাকৃতিক প্রয়োজনে দু’একজন মানুষ দেখতে পান  কাঠের গুদাম থেকে গলগল করে ধোঁয়া বেরুচ্ছে। গুদাম লাগোয়াই ক্যানাল ইস্ট রোডের বসতির বাসিন্দারা ঘটনা দেখে হতবাক হয়ে যায়। তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই বসতিতে। সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আগুন যদি ছড়িয়ে পড়ে বসতিতেও, এই আশঙ্কায় ওই জায়গা ছেড়ে যাওয়ার হুড়োহুড়ি পড়ে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুরু হয়ে যায় চিৎকার, চেঁচামেচি। আগুন ততক্ষণে গ্রাস করে নিয়েছে গোটা গুদামটি। ছড়িয়ে পড়েছে পাশের গুদামেও। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ প্রতিকূলতার মধ্যে পড়তে হয় দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্যানাল ইস্ট রোডের ঘটনাস্থলে পৌঁছয় উল্টোডাঙা থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। কাঠ এমনিতেই দাহ্য পদার্থ। ফলে গুদামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘিঞ্জি এলাকায় হাজারও প্রতিকূলতা সামলে দমকল কর্মীরা তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের কোনও খবর নেই এখনও। তবে কীভাবে আগুন লাগল কাঠের গুদামে, সেই কারণ এখনও অজ্ঞাত। কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।           ফাইল চিত্র 

RELATED ARTICLES

Most Popular