Homeএখন খবরভোর রাতে মালদার বস্তিতে আগুন, মৃত মহিলা , পুড়ে ছাই ১২টি বাড়ি

ভোর রাতে মালদার বস্তিতে আগুন, মৃত মহিলা , পুড়ে ছাই ১২টি বাড়ি

নিজস্ব সংবাদদাতা: বুধবার ভোরে মালদার বস্তিতে বিধ্বংসী আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ১২টি বাড়ি। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে প্রথমে  একটি বাড়িতে আগুন লাগে এবং তারপরই আগুন ছড়িয়ে পড়ে গা ঘেঁষে থাকা একের পর এক বাড়ি গুলিতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে মালদার বালুচর বস্তি এলাকায়। সেখানে প্রথমে একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরনের আওয়াজ পাওয়া যায় তারপরই আগুন লেগে যায় বাড়িটিতে। এরপরই ঘেঁষাঘেঁষি করে বাড়িগুলি থাকায় আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে দেরি হয়নি। ভোররাতে ঘটনাটি ঘটায় বসতির লোকজন ঘুম থেকে ওঠেনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘুমের মধ্যেই বাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বাড়র লোকজনও ঘুমোচ্ছিল। ফলে আগুন লাগার খবর প্রথমদিকে টের পায়নি কেউ। কিন্তু যখনই বুঝতে পারে, তখনই আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকল সূত্রে খবর, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ার। আর কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। তবে আগুন এখনও আয়ত্তে আসেনি। তবে আগুনের তীব্রতা অনেক কমে এসেছে। পরিস্থিতি আয়ত্তে আনতে আরও দমকল ইঞ্জিন আসতে পারে বলে অনুমান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেই বাড়িটিতে প্রথম আগুন লেগেছিল, সেখানে গ্যাস সিলিন্ডার কোনও কারণে খোলা ছিল। ফলে কোনও এক ব্যক্তি যখন ধূমপান করার জন্য সেই ঘরে আগুন জ্বালায়, মুহূর্তে ঘরে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার খোলা থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বসতির ১২টি বাড়ি। পুলিশ ও দমকল বিভাগ পৃথক ভাবে দুটি আলাদা তদন্ত শুরু করেছে। 

RELATED ARTICLES

Most Popular