Homeএখন খবরমাওবাদী পর্বের পর গ্রামে ফের পুলিশ দেখল শালবনীর ভুলা, দেখল কন্টেনমেন্ট আর...

মাওবাদী পর্বের পর গ্রামে ফের পুলিশ দেখল শালবনীর ভুলা, দেখল কন্টেনমেন্ট আর বাফার জোন

নিজস্ব সংবাদদাতা: এতদিন স্যোশাল মিডিয়ার দৌলতে ফেসবুক এর হোয়াটস্যাপেই শহরের কন্টেনমেন্ট জোন আর বাফার জোন দেখেছে শালবনীর জঙ্গলঘেরা এক ছোটো গ্রাম ভুলা। দেখেছে পুলিশের তৎপরতা আর স্বাস্থ্যকর্মীদের ছোটাছুটি। শুনেছে কিন্তু অনুভব করতে পারেনি ঘরবন্দি হয়ে কিভাবে থাকতে পারে মানুষ। মঙ্গলবার ভোর থেকেই হাতে কলমে সেই অভিজ্ঞতা হাড়ে হাড়ে টের পেয়ে গেল ভুলা।

মঙ্গলবার সকালেই গ্রামে পুলিশ দেখে চমকে উঠেছিল শালবনীর ওই ছোট গ্রাম মাওবাদী পর্বে গ্রামে প্রায় প্রতিদিনই পুলিশ দেখতে অভ্যস্থ হয়ে গিয়েছিল ভুলা, তারপর বহুদিন গ্রামে আসেনি। মঙ্গলবার যখন জানতে পারল যে গ্রামেরই এক পরিযায়ী শ্রমিকের হাতধরে করোনা আক্রান্তের তালিকায় নাম উঠে গেছে তখন ফের চমকে ওঠার মতই খবর। পাশাপাশি ভুলার হাত ধরেই করোনা তালিকায় নাম উঠল শালবনীর এত যে গ্রাম থানা বলয়ের বাইরে ছিল। লিখিয়ে ফেললো শালবনী।

শালবনী ব্লকের দেবগ্রাম -১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুলা গ্রাম। মাত্র পঞ্চাশ ষাটটি পরিবারের বাস এই গ্রামে। গ্রামে সেই ধরনের সুযোগ সুবিধা না থাকায় গ্রামের বেশ কিছু সোনার কাজের জন্য পাড়ি দেয় মহারাষ্ট্রে। গ্রামের আক্রান্ত বছর কুড়ির ওই যুবকও মহারাষ্ট্রে সোনার কাজ করতো। করোনার কারনে লকডাউন জারি হতেই বন্ধ হয়ে পড়ে কাজ৷ কিন্তু গণপরিবহন ব্যাবস্থা বন্ধ থাকায় তাকে সেখানেই রয়ে যেতে হয়।

তারপর হত ২২ শে মে জ্বর তৎসহ করোনার কিছু উপসর্গ নিয়ে গ্রামে ফিরে। তারপরই প্রশাসনের এবং গ্রামবাসীদের
কথা মতো গ্রামের এক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে ছিল। কিন্তু সেখানে থাকতে থাকতেই আরো অসুস্থ হয়ে পড়লে গত ২৪ শে জুন পুলিশ তাকে করোনা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপর সেখানে তার লালরস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ সেই পরীক্ষার ফলাফল এদিন পজিটিভ আসার সাথে সাথেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

এদিকে আক্রান্ত ওই যুবকের গ্রামকে শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ পোস্টের দুই আইসি’র নেতৃত্বে বিশাল বাহিনী গিয়ে ওই এলাকা কনটেইনমেন্ট জোন বা গন্ডীবদ্ধ এলাকা হিসেবে ঘিরে দেওয়া হয় । কনটেইনমেন্ট জোনের বাইরে বাফার জোনও করে দেওয়া হয়েছে।প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে গ্রামবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য।

পাশাপাশি এই গ্রামে বাইরের কেউ যাতায়াত করতে পারবেন না। গ্রামবাসীদের কোনো কিছু প্রয়োজন হলে তা মেটাবে পুলিশ। ভুলার অধিবাসীদের ফের মনে পড়ে যাচ্ছে সেই মাওবাদী পর্বের কথা যখন এভাবেই গ্রামে আটকে থাকতে হত তাঁদের। রাস্তাঘাট ঘিরে দিত মাওবাদীদের বকলমে জনসাধারনের কমিটির লোকেরা।

RELATED ARTICLES

Most Popular