Homeএখন খবরবালিচকের যানজট মুক্তির দাবিতে ডেপুটেশন স্টেশন উন্নয়ন কমিটির

বালিচকের যানজট মুক্তির দাবিতে ডেপুটেশন স্টেশন উন্নয়ন কমিটির

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বালিচক সহ আশেপাশের কয়েকটি ব্লকের যান যন্ত্রনার মেটাতে শুরু হয়েছে   ফ্লাইওভার নির্মাণের কাজ। কিন্তু শুরু হয়েছে আরেক যন্ত্রনা। নির্মাণকার্য চলাকালীন যাতায়তের একটি সঠিক পরিকল্পনার অভাবে নিত্যদিনের যানজটে নাভিশ্বাস উঠেছে মানু্ষের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বালিচক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে মানুষের অসুবিধা হবে সবাই তা উপলব্ধি করেন এবং তার জন্য সর্বস্তরের যাত্রীসাধারণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু মানুষের কষ্ট লাঘবের জন্য এলাকাবাসীর দাবি ছিল  অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ছাড়া দুরান্তের অতি ভারি পন্যবহনকারী  লরি, পণ্যবাহী মালগাড়ি, টুরিস্ট গাড়ি ইত্যাদি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে চলাচলের ব্যবস্থা করার। এর ফলে বালিচক এলাকা সারাক্ষণ যানজটের হাত থেকে রেহাই পাবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সমস্ত জায়গায় দাবি রেখেছিল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি । কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো কার্যকরী সমাধান মেলেনি। বুধবার ফের বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল ডেবরা ব্লকের বিডিও পিন্টু ঘরামির সঙ্গে সাক্ষাৎ করে  এবং এ ব্যাপারে কার্যকরী ভূমিকা গ্রহণের দাবি জানায়। বিডিও  কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বালিচক স্টেশন উন্নয়ন কমিটিরযুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন,  ” আমাদের দাবি ছিল, এলাকার অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ছাড়া বালিচকের উপর দিয়ে বড় বড় লরি, পণ্যবাহী মালগাড়ি, টুরিস্ট গাড়ি ইত্যাদি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে চলাচলের ব্যবস্থা করতে হবে।ট্রাফিক নিয়ন্ত্রণ করে যানচলাচলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে সর্বক্ষণের জন্য যথেষ্ট পরিমাণে পুলিশ/সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রাখতে হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অধিকারী আরও বলেন, ” এই একই দাবি জানিয়ে আজ আমি খড়্গপুর মহকুমাশাসক এসডিওকে ফোন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাই। এসডিও বলেন, তিনি এ ব্যাপারে সমাধানের জন্য বিডিওকে কয়েকদিনের মধ্যে সমস্ত পক্ষকে নিয়ে মিটিং ডাকার কথা বলেছেন। বিডিও পিন্টু ঘরামি আমাদের জানিয়েছেন, এসডিও-র নির্দেশে তিনি দিন দশেকের মধ্যে বালিচকে বড় একটি মিটিং ডাকবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেখানে সবং, পিংলা ডেবরাসহ বৃহৎ এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ব্যক্তি এবং এলাকার সমস্ত পক্ষকে আহ্বান জানানো হবে এবং তার মধ্য দিয়েই কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা দ্রুত এই মিটিং ডাকার দাবি জানিয়েছি। রাস্তায় ট্রাফিক কন্ট্রোলে সর্বক্ষণের জন্য পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার মোতায়েন এবং সন্ধার পর রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানালে তিনি এ ব্যাপারে ভূমিকা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবারের ডেপুটেশনে অধিকারী ছাড়াও  উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মাইতি, যুগ্ম-সম্পাদক কিংকর অধিকারী, সহ-সভাপতি ভারত রঞ্জন দে, অশোক কুমার সামন্ত, কুমারেশ উকিল প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular