Homeএখন খবরঅব্যহত কুয়াশার দাপট, লরির ধাক্কায় প্রাণ গেল গড়বেতার ব্যাবসায়ীর

অব্যহত কুয়াশার দাপট, লরির ধাক্কায় প্রাণ গেল গড়বেতার ব্যাবসায়ীর

দুর্ঘটনার পর, তখনও কাটেনি কুয়াশা 

নিজস্ব সংবাদদাতা: তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। আরও ৪৮ ঘন্টা ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে রাজ্য ও জাতীয় সড়কে সাবধানে গাড়ি চালানোর জন্য। তবুও এড়ানো যাচ্ছেনা দুর্ঘটনা।শনিবার সাত সকালে এমনই এক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যাবসায়ীর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ময়রাকাটাতে। মৃতের নাম অশোক পাল (৫০) । তাঁর বাড়ি গড়বেতার ময়রাকাটাতে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  শনিবার সকালে অশোক বাবু বাড়ি থেকে পায়ে হেঁটে ময়রাকাটা মোড়ে এসেছিলেন চায়ের দোকান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাড়ি ফেরার পথে ৬০ নং জাতীয় সড়কের পাশে ময়রাকাটাতে একটি খালি দশ চাকার লরি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান অশোক বাবু। ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। স্থানীয়রা গড়বেতা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। উল্লেখ করা যায় অশোক বাবুর নিজের বাড়ির সামনেই ট্রাক্টর পার্টেস দোকান রয়েছে। বাড়ির সামনেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ধারনা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা কম থাকার কারনেই চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে। 

RELATED ARTICLES

Most Popular