Homeএখন খবরঘন কুয়াশার দাপটে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম, সতর্ক করল আবহাওয়া বিদরা, আসতে পারে...

ঘন কুয়াশার দাপটে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম, সতর্ক করল আবহাওয়া বিদরা, আসতে পারে বৃষ্টিও

কুয়াশায় ঢাকা আইআইটি ফ্লাইওভার ও বাইপাশ 

নিজস্ব সংবাদদাতা: শনিবার সন্ধ্যার পর থেকে যে কুয়াশার দাপট শুরু হয়েছিল রবিবার প্রায় বেলা ১০টা অবধি সরেনি সে চাদর। কুয়াশা ফুঁড়ে সূর্যের মুখ দেখার জন্য হা পিত্যেশ করেছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম। তাপমাত্রার মৃদু ওঠা নামা ঠাওর হচ্ছেনা শীতের সঙ্গি কুয়াশার জন্য। এরই সঙ্গে কিছুটা খারাপ খবরও আছে আগামী সপ্তাহে আসতে চলেছে বৃষ্টি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী আজ রবিবার, খড়গপুর মেদিনীপুর ও ঝাড়গ্রামে  সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১০ডিগ্রির আশেপাশে। রাতে আরও কিছুটা কমতে পারে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যান সূত্রে জানানো হয়েছে শুক্রবার বিকাল ৫টা অবধি তাপমান ছিল ৭.৫৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার বিকালে ওই সময় তা ৯.৪৩ ডিগ্রি হয়। অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়ে। যদিও সন্ধ্যার পর থেকে আবারও তাপমান হ্রাস পেয়ে ৮ডিগ্রি ছুঁয়ে থাকে বলে জানিয়েছিল কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাইহোক , আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকারই খবর জানিয়েছে হাওয়া অফিস। শীতের দাপটের পাশাপাশি কুয়াশাও আগামী ৪৮ ঘণ্টা সঙ্গত দেবে। হাওয়া অফিসের খবর, শহর থেকে শহরতলি এমনই কুয়াশার চাদরে ঢেকে থাকবে। এই ঘন কুয়াশায় সাবধানতা অবলম্বনের জন্য ফগলাইট ছাড়া বাস না চালানোরও নির্দেশ জারি করেছে রাজ্যের পরিবহণ দপ্তর। জাতীয় এবং রাজ্যসড়কে প্রাইভেট কার ও বাইক চালকদেরও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে যারা সন্ধ্যা থেকে ভোরের মধ্যে রাস্তায় বেরুতে বাধ্য হবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে বড়দিন থেকে অথবা বড়দিন কাটিয়েই পারদ একটু চড়বে, সামান্য উষ্ণ হবে আবহাওয়া কারন   আরব সাগরের নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যার সঙ্গে থাকছে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা। নতুন নিম্নচাপ অক্ষরেখাটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ হয়ে পূর্ব ভারতে অবস্থান করছে। আবহাওয়াবিদের মতে, এর সঙ্গে রয়েছে পূর্বমুখী পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরেই বড়দিনে তাপমাত্রা সামান্য হলেও বাড়বে।

এই জোড়া ঝঞ্ঝায় উত্তুরে বাতাসের গতি খানিকটা কমবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের কাছে এলে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। তাতে অকালবৃষ্টি পেতে পারে বঙ্গবাসী। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ২৭-২৮ ডিসেম্বর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাতে। যার জেরে আবার নতুন করে ঠান্ডা পড়ার কথাও জানা গিয়েছে হাওয়া অফিসের কাছ থেকে।
যেহেতু হালকা মেজাজে এই হাওয়া ও বৃষ্টি তাই পুর্ব মেদিনীপুরের পাশাপাশি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম শহর কাঁপতে পারে বৃষ্টি ভেজা শীতে। 

RELATED ARTICLES

Most Popular