Homeএখন খবরগোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দাঁইহাট ফুটবল একাডেমী

গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দাঁইহাট ফুটবল একাডেমী

জয়ের পর , ট্রফির সঙ্গে 

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,১ লা মার্চঃ
 দাঁইহাট ফুটবল একাডেমীর পরিচালনায় অনূর্ধ্ব ১৮ চারটি জেলার চারটি দলকে নিয়ে গোল্ডকাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল দাঁইহাটে।আজ অর্থাৎ ১ মার্চ  রবিবার ফাইনাল খেলা দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল। ফাইনালে মুখোমুখি হয় দাঁইহাট ফুটবল একাডেমী ও কল্যাণী গয়েশপুর ফুটবল একাডেমী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমার্ধে কল্যাণী গয়েশপুর একাডেমী ১ টি গোল করে এগিয়ে যায়।দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দাঁইহাট ফুটবল একাডেমী গোল শোধ করে। নির্ধারিত সময় উভয় দলই একটি করে গোল করে।ট্রাইবেকারে খেলার ফলাফল হয়। ট্রাইবেকারে    দাঁইহাট ফুটবল একাডেমী ৫-৪ গোলে কল্যাণী গয়েশপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলার মাঠে উপস্থিত ছিলেন দাঁইহাট  পৌরসভার পৌরপ্রধান শিশির মন্ডল  উপ-পৌরপ্রধান প্রদীপ রায়,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাউন্সিলর সমর চক্রবর্তী,পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  রাধানাথ ভট্টাচার্য,কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চ্যাটার্জ্জী, দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক
অঞ্জন দত্ত,দাঁইহাট বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য অঞ্জন সাহা,দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য রাজু চ্যাটার্জ্জী সহ প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দাঁইহাটের গোলকিপার সঞ্জু সিকদার।সঞ্জু ট্রাইবেকারে ৩ টে সেভ করে টিমকে চ্যাম্পিয়ন করে।প্রতিযোগীতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দাঁইহাটের নারু সরকার।প্রচুর দর্শক এদিন মাঠে খেলা দেখতে ভীড় করেছিলেন।

RELATED ARTICLES

Most Popular