Homeদক্ষিণবঙ্গউত্তর ২৪পরগনাফের হেলমেটবিহীন বাইক, প্রাণ গেল নামকরা ফুটবলারের

ফের হেলমেটবিহীন বাইক, প্রাণ গেল নামকরা ফুটবলারের

নিউজ ডেস্ক: “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কথাটি আমাদের চারপাশে তাকালে দিনের মধ্যে হাজার বার চোখে পড়ে কিছু ওই দেখা পর্যন্তই, কাজের সময় সেই কথাটি আমরা মেনে চলি না কেউই। এছাড়াও সরকার ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বারবার সচেতন করা হয় গাড়ি চালানোর সমম্য সিট বেল্ট পড়ুন, বাইক চালানোর সময় মাথায় থাকুক হেলমেট। কিন্তু কথাগুলো কান পর্যন্ত গেলেও হয়তো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না সেইভাবে, আর এর জলজ্যান্ত উদাহরণ নামকরা দুই ফুটবল খেলোয়াড়। হেলমেটবিহীন বাইক, প্রাণ গেল নামকরা ফুটবলারের। আহত আরও একজন খেলোয়াড়।

ঘটনাটি ঘটেছে উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানা মেরুদন্ডী সুইচ গেট এলাকায়। জানা গিয়েছে ২৮ বছরের নামি ফুটবলার অমিত দে ও তার বন্ধু সৌভিক রায়, আজ সোমবার ভোর রাতে স্বরূপনগর থানার কৈজুরী সীমান্তে কালী পুজো উপলক্ষ্যে ঠাকুর দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বসিরহাট ধলতিথাতে বাড়ী ফেরার পথে মেরুদন্ডী সুইচ গেটের ব্রিজ থেকে নামতেই বাম্পার, সেই বাম্পার পাশ কাটাতে গিয়ে উল্টে যায় মোটরবাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিতের।

তার বন্ধু সৌভিকের অবস্থা আশঙ্কাজনক, তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই দুই খেলোয়াড়ের মাথায় কোনও হেলমেট ছিল না, গাড়ির গতিবেগ ছিল অনেকটাই বেশি। আর তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে ধলতিথা গ্রামে।

প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এত ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন, সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার করছে সব নিয়ম তুরি মেরে ভেঙ্গে দীপাবলির এই সময় উদ্যম গতিতে বাইক চালানোর জন্য এক ফুটবলারের মৃত্যু এবং অপর জনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এটাই প্রমাণ করে যে মানুষ আজও কতটা উদাসীন ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে।

RELATED ARTICLES

Most Popular