Homeএখন খবরজ্যোতির্বিজ্ঞানে প্রথমবার একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ, বিরল ঘটনার সাক্ষী থাকছে গোটা...

জ্যোতির্বিজ্ঞানে প্রথমবার একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ, বিরল ঘটনার সাক্ষী থাকছে গোটা বিশ্ব

ওয়েব ডেস্ক : করোনাভাইরাস, আমফান, পঙ্গপালসহ একাধিক ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। এবার আরও এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। এই প্রথমবার একই মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে এমনটাই জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীমহল।

পৃথিবী পরিভ্রমণ করার সময় কিছুক্ষণের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে। সেই সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। ফলে সেই সময় পৃথিবীর কোনো কোনো জায়গায় চন্দ্র আংশিক বা সম্পূর্ণরূপে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। একে চন্দ্রগ্রহণ বলা হয়।

আবার এই একইভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরার সময় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে। সেই সময় পৃথিবীর বেশ কিছু জায়গায় সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। তবে, জ্যোতির্বিজ্ঞানিদের পরীক্ষা অনুসারে, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশি হয়।

এক নামী সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, একই মাসে এমন দুটি গ্রহণের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে কেউই এমন ঘটনার সম্মুখীন হয়নি।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, চলতিমাসের ৫ জুন দেখা যাবে চন্দ্রগ্রহণ। তাদের মতে, আগামী ৫ ই জুনের চন্দ্রগ্রহণটি হতে পারে উপচ্ছায়া গ্রহণ। অর্থাৎ, এদিন পৃথিবীর আংশিক ছায়া পড়বে চাঁদের ওপর। এদিন রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং তা দেখা যাবে ১২টা ৫৫ মিনিটে। ৩ ঘণ্টা ১৮ মিনিটের এই গ্রহণ থাকবে রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকেও সরাসরি এই গ্রহণ নজরে আসবে।

অন্যদিকে, চন্দ্রগ্রহণের ঠিক ১৬ দিনের মধ্যে অর্থাৎ ২১ শে জুন ফের গ্রহণের সাক্ষী থাকবে দুনিয়া৷ এবারের সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস। গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে এবং তা দেখা যাবে ১০টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ০২ মিনিট পর্যন্ত। গ্রহণ শেষ হবে দুপুর ৩টা ০৪ মিনিটে।

সবমিলিয়ে বিগত বছরে জ্যোতির্বিজ্ঞানে প্রথমবার একই মাসে মাত্র ২১ দিনের পার্থক্যে চন্দ্র ও সূর্যগ্রহন হওয়ায় এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী।

RELATED ARTICLES

Most Popular