Homeএখন খবরদেশে নিয়ন্ত্রণহীন করোনা সংক্রমণ! প্রথমবার একদিনে মৃত্যু হল ৪ হাজারেরও বেশি মানুষের

দেশে নিয়ন্ত্রণহীন করোনা সংক্রমণ! প্রথমবার একদিনে মৃত্যু হল ৪ হাজারেরও বেশি মানুষের

নিউজ ডেস্ক: প্রতিদিনই দেশে বাড়ছে করোনার মামলা,এর সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ভারতে প্রথমবারের মতো একদিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যুর হয়েছে। একই সঙ্গে, চতুর্থবার এবং টানা তৃতীয় দিনে ৪ লক্ষেরও বেশি করোনার মামলা এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৪,০১,০৭৮ টি নতুন করোনার কেস এসেছে এবং ৪,১৮৭ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও, ৩,৩৫,৬০৯ লোকও করোনার কাছ থেকে সুস্থ হয়েছেন।

৭ ই মে অবধি সারাদেশে ১৬ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ৫৪৪ করোনার ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও ২২ লাখ ৯৭ হাজার ২৫৭ টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই সঙ্গে, এ পর্যন্ত ৩০ কোটি ৪ লক্ষেরও বেশি পরীক্ষা করা হয়েছে। আগের দিন ১৮ লক্ষ করোনার নমুনা পরীক্ষা নেওয়া হয়েছিল, যার পজিটিভ হার ২২ শতাংশের বেশি।

দেশে করোনার মৃত্যুর হার ১.০৯ শতাংশ এবং পুনরুদ্ধারের হার ৮২ শতাংশেরও বেশি। সক্রিয় মামলা বেড়েছে ১৭ শতাংশ। করোনার সক্রিয় মামলায় ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। সংক্রামিত মোট সংখ্যার দিক থেকেও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও আমেরিকা, ব্রাজিল এবং মেক্সিকোয়ের পরে ভারতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার মহারাষ্ট্রে কোভিডে ৫৪,০২২ টি নতুন মামলার আসার কারণে সংক্রামিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লক্ষ ৯৬ হাজার ৭৫৮। সংক্রমণে ৮৯৮ রোগী মারা গেছেন। এই রাজ্যে এখন পর্যন্ত ৭৪,৪১৩ জন মারা গেছেন। একদিন আগে রাজ্যে সংক্রমণের ৬২,১৯৪ টি ঘটনা রেকর্ড করা হয়েছিল।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯২১৬ জন এবং মৃত ১১২ জন। অন্যদিকে একদিনে সুস্থ হয়েছেন ১৭,৭৮০ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৩৯৫৭ জন, মৃত ৩৩ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৩৯১৫ জন, মৃত ২৮ জন।

RELATED ARTICLES

Most Popular