Homeউত্তরবঙ্গআলিপুরদুয়াররাজনীতি ভুলে নিজের এক মাসের বেতন রেড ভলান্টিয়ার্সদের হাতে তুলে দিলেন পার্শ্বশিক্ষক...

রাজনীতি ভুলে নিজের এক মাসের বেতন রেড ভলান্টিয়ার্সদের হাতে তুলে দিলেন পার্শ্বশিক্ষক তথা তৃণমূল নেতা অভিজিৎ রায়

নিউজ ডেস্ক: গোটা রাজ্য জুড়েই নজর কেড়েছে রেড ভলেন্টিয়ার্সের পরিষেবা। রেড ভলান্টিয়ার্সদের পাশে দাঁড়ালেন তৃণমূলের ফালাকাটার ব্লক সম্পাদক অভিজিৎ রায়। পেশায় পার্শ্বশিক্ষক অভিজিৎ রায় আলিপুরদুয়ারের ফালাকাটার মুক্তিপাড়ার বাসিন্দা।এবার তিনি রেড ভলান্টিয়ার্সদের হাতে তুলে দিলেন, এক মাসের বেতন।

সকাল হোক বা রাত, ভয়ঙ্কর সঙ্কটকালে মানুষের কাছে, মানুষের পাশে কখনও সিলিন্ডার কাঁধে, কখনও পিপিই পরে করোনা রোগীদের পাঁশে দাঁড়াচ্ছে রেড ভলান্টিয়ার্সরা। এরপর এদিন বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে রেড ভলান্টিয়ারদের ডাকেন অভিজিৎ। পরিবারের কথা চিন্তা না করে নিজের বেতন দিয়ে দেন লাল বাহিনীর সদস্যদের। তাঁর ওই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে জেলার ফালাকাটা শাখার রেড ভলান্টিয়ার্সের তরফে।

অভিজিতের কথায়, এই কঠিন পরিস্থিতিতে মানুষ এদের কাছ থেকে অনেকটাই পাচ্ছে। তাই ওদের সাহায্য করার ভাবনা এল। অন্য রাজনৈতিক দল হলেও ভাল কাজের প্রশংসা করব না এমন রাজনৈতিক শিক্ষা নেই। তাই এক মাসের সাম্মানিক চেকের মাধ্যমে তুলে দিয়েছি, যা সঠিক কাজেই লাগবে। এই কাজে পরিবারও উৎসাহ জুগিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ফালাকাটার রেড ভলান্টিয়ার তথা ডিওয়াইএফআইয়ের আলিপুরদুয়ার জেলা সভাপতি বাপন গোপ বলেন, “বিধানসভা নির্বাচনের ফলাফলে বামপন্থীদের বিপর্যয় ঘটেছে। তারপরও মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি বামপন্থীদের ছিল, সেটা আমরা রক্ষা করছি। ফলে ভোটে হারলেও মানুষের হৃদয় জেতার প্রশ্নে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন। তৃণমূল বা বিজেপি নেতারাও নৈতিকভাবে আমাদের সমর্থন করছেন।”

এদিকে বুধবার ফালাকাটাতেই বাবুপাড়ার বাসিন্দা করোনা পজ়িটিভ আশি বছরের বৃদ্ধাকে নিজের কোলে করে অ্যাম্বুলেন্সে তুলে নিয়েছিলেন রেড ভলান্টিয়ার সায়ন সাহা। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বাম নেতা সুজন চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করে লিখেছেন, “মানুষ বাঁচানোর এই লড়াই চলবে।”

উল্লেখ্য কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের নব নির্বাচিত বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। খবর যায় রেড ভলান্টিয়ার্সদের কাছেও। তবে এনিয়ে আর দুবার ভাবেননি তাঁরা। অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুল্য়ান্স নিয়ে তাঁর বাড়িতে হাজির হন বাম যুব সংগঠনের সদস্যরা। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও করেন তাঁরা। রাজনৈতিক সংকীর্ণতার উর্দ্ধে উঠে গেরুয়া শিবিরের নেতার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রেড ভলান্টিয়ার্সদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

RELATED ARTICLES

Most Popular