Homeএখন খবররাতভর অভিযান, ওড়িশায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত চার মাওবাদী জঙ্গি

রাতভর অভিযান, ওড়িশায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত চার মাওবাদী জঙ্গি

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার শনিবার রাত ভর নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে চার মাওবাদী। ঘটনাটি ঘটেছে রাজ্যের দক্ষিনে কন্দমাল জেলার টুমুদিবাঁধ এলাকার নিকটবর্তী সিরলা ফরেস্টে। যৌথবাহিনী এখনও অবধি চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জঙ্গল ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে বাহিনী। নিহত মাওবাদীদের প্রত্যেকেরই মাথার জন্য পুরস্কার ঘোষনা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজস্ব সোর্স মারফৎ পুলিশ খবর পায় যে শনিবার রাতে টুমুদিবাঁধের নিকটবর্তী সিরলা ফরেস্ট এলাকায় কিছু মাওবাদী ঘাঁটি গেড়েছে।এরপরই ওড়িশা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, জেলা ভলেন্টিয়ারি ফোর্স ও স্পেশ্যাল কনস্টেবুলারি ইউনিটের যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি চালাতে থাকে। পুলিশের বক্তব্য যৌথ বাহিনীর অস্থিত্ব টের পাওয়ার পরই জঙ্গলের আড়াল থেকে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে মাওবাদীরা।

পালটা জবাব দেন যৌথবাহিনীর সদস্যরাও। রাতভর উভয়পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। এরপর রবিবার সকালে ঘটনাস্থল থেকে চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে যৌথবাহিনী। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। তাদের বাকি সঙ্গীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। গুলির লড়াইয়ের ফলে নিরাপত্তা বাহিনীর কোনও সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।

ওড়িশা পুলিশের আইজি (অপারেশন) অমিতাভ ঠাকুর বলেন, ‘ আমাদের কাছে চার মাওবাদীর খতম হওয়ার খবর এসেছে। আরও কিছু জঙ্গি জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। তাদের ধরতে ঘটনাস্থলে আরও নিরাপত্তারক্ষী পাঠানো হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি ওই মাওবাদীদের পাকড়াও করা সম্ভব হবে।’ রবিবার বেলা অবধি তল্লাশি অভিযান চালাচ্ছে বাহিনীর সদস্যরা। চারটি দেহই জেলা সদরে পাঠানো হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular