Homeএখন খবরজুলাই মাসের শুরু থেকে ছাত্রীদের দেওয়া হবে ২৫,০০০ টাকা ভাতা

জুলাই মাসের শুরু থেকে ছাত্রীদের দেওয়া হবে ২৫,০০০ টাকা ভাতা

বিশ্বজিৎ দাস: জুলাই থেকেই ছাত্রী পেতে চলেছেন ২৫,০০০ টাকার মাসিক ভাতা। কীভাবে আবেদন করবেন,জেনে নিন বিস্তারিত। আগামী জুলাইয়ের শুরু থেকে ৬০ জন ছাত্রীকে ভাতা হিসাবে দেওয়া হবে ২৫,০০০ টাকা। এক্ষেত্রে, প্রথম থেকে দশম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে বরাদ্দ হয়েছে ৩০০ টাকা এবং একাদশ থেকে স্নাতক স্তরের ছাত্রীদের জন্য প্রতি মাসে বরাদ্দ ৫০০ টাকা। স্নাতক পর্যন্ত এই ভাতার সহায়তা পাওয়া যাবে।

এই ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জন ছাত্রীদের নির্বাচন করা হবে প্রথম থেকে দশম শ্রেণীর মধ্যে। অন্য দিকে বাকি ২০ জন ছাত্রী নির্বাচন করা হবে একাদশ থেকে স্নাতক স্তরের শিক্ষার্থীদের মধ্যে।

সূত্র মারফত জানা গিয়েছে, ছাত্রীদের প্রাপ্ত এই ভাতা সরাসরি তাদের পিতা-মাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। মা-বাবার অ্যাকাউন্ট ছাড়াও স্কুল কর্তৃপক্ষের অ্যাকাউন্টগুলিতেও স্থানান্তরিত হতে পারে প্রাপ্ত ভাতার টাকা। জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই এই সুবিধা পাবে।

এই সুবিধাটি পেতে হলে প্রথমেই আপনাকে www.arthlabh.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। আবেদনকারী সমস্ত ছাত্রীদের একটি ফর্ম পূরণ করে তা এই ওয়েবসাইটে জমা দিতে হবে। যাদের পরিবারের মাসিক আয় ১০,০০০ টাকারও কম কেবলমাত্র তাদেরই এই সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গত, জানিয়ে রাখা ভাল আবেদন জানানোর জন্য ফর্মে অবশ্যই বাবার নাম, পরিবারের মোট সদস্য সংখ্যা, বাবার পেশা, মায়ের পেশা, জন্ম তারিখ, পরিবারের আয়, ঠিকানা এবং কন্টাক্ট নম্বর, ছাত্রী নিজের ফটো, বিদ্যালয়ের ঠিকানা, বিদ্যালয়ে ফি জমা দেওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদে অনলাইনে ফিল আপ করতে হবে।

RELATED ARTICLES

Most Popular