Homeজাতীয়উত্তর প্রদেশফাঁস হচ্ছে যোগীর পুলিশের গ্যাংস্টার দোস্তি! ডিএসপি সহ ৮ পুলিশ কর্মী খুনের...

ফাঁস হচ্ছে যোগীর পুলিশের গ্যাংস্টার দোস্তি! ডিএসপি সহ ৮ পুলিশ কর্মী খুনের পেছনে পুরো থানাই, ৫৮ পুলিশ কর্মীকে পাঠানো হল রিজার্ভ লাইনে, শুরু তদন্ত

বিশেষ সংবাদদাতা: এ যেন সরষের মধ্যেই ভূত, পা থেকে মাথা পর্যন্তই কী খুনীর সঙ্গে গাঁট ছাড়া বেঁধে রয়েছে? যোগী রাজ্যের এক ভয়ংকর দিক উঠে আসল এবার উত্তর প্রদেশের কানপুর এলাকায় গ্যাং স্টার বিকাশ দুবেকে ধরতে গিয়ে আট জন পুলিশ খুনের ঘটনায়। চৌবেপুর থানার ৫৮ জন পুলিশ কর্মীকেই পুলিশকেই সরিয়ে দেওয়া হয়েছে । তাদের সকলকে পাঠানো হয়েছে পুলিশের রিজার্ভ লাইনসে। যে ৫৮ জন পুলিশকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে বিকাশ দুবের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ও গত বৃহস্পতিবার রাতে অভিযান শুরু হতেই বিকাশ দুবে র কাছে সেই খবর পৌঁছে দেওয়া হয় ।

কানপুরের চৌবেপুর থানার সব পুলিশকেই সরিয়ে দেওয়া হয়েছে তা স্বীকার করেছেন কানপুরের সিনিয়র সুপারিনটেন্ডন্ট অব পুলিশ দীনেশ কুমার পি। ” চৌবেপুর থানার সব পুলিশকেই সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ লাইনসে। তারা বিকাশ দুবে র কাছে অভিযানের খবর পৌঁছে দেয় বলে আমাদের সন্দেহ । তার সঙ্গে ওই পুলিশদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । যদি তাদের দোষ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

ইতিমধ্যে চৌবেপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় তিওয়ারি সহ তিনজন পুলিশ কর্মীকে কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । তারা ওই অভিযানের খবর বিকাশ দুবের কাছে পৌঁছে দেয়। তার জন্য পুলিশ গ্রামে পৌঁছাতেই রাস্তা অবরোধ করে দিয়ে তাদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বিকাশের লোকজন ।

শুধু মাত্র একটি থানার সব পুলিশকেই সরিয়ে দেওয়া হয়েছে তাই নয়, সরিয়ে দেওয়া হয়েছে কানপুর এলাকার ডি আই জি ( এস টি এফ) অনন্ত দেও তিওয়ারি কেও । তাকে মোরাদাবাদের প্রিন্সিপাল আর্মড পুলিশে মঙ্গলবার রাতে বদলি করা হয়েছে । অনন্ত দেও আগে কানপুরের সিনিয়র সুপারিনটেন্ডন্ট অব পুলিশ ছিলেন ।

জানা গিয়েছে যে গত বৃহস্পতিবার রাতে , বিকাশ দুবেকে ধরার জন্য চৌবেপুর থানার ডিকরি গ্রামে, অভিযান শুরুর পরেই পুলিশের ওপর হামলা হয় । সেই হামলায় ডি এস পি দেবেন্দ্র মিশ্র সহ আটজন পুলিশ কর্মীর মৃত্যু হয়। তার আগে রাজ্যের পদস্থ আধিকারিকদের উদ্দেশ্য করে দেবেন্দ্র মিশ্র একটি চিঠি লেখেন তাতেই উল্লেখ করা হয়েছে যে অনন্ত দেওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে রাজ্যের মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনা য় অভিযুক্ত বিকাশ দুবে র । তার সঙ্গে সম্পর্ক আছে চৌবেপুর থানার পুলিশের । সেই চিঠি এখন প্রকাশ্যে চলে এসেছে ।
তার পরেই উত্তর প্রদেশ পুলিশের আই জি ( সিভিল ডিফেন্স) অমিতাভ ঠাকুর রাজ্য পুলিশের ডি জি এইচ সি অগস্থিকে চিঠি দিয়ে অনন্ত দেও র বিরুদ্ধে তদন্ত চেয়ে তাকে বদলি করার আবেদন জানান । মঙ্গলবার রাতে অনন্ত দেও কে বদলি করার পরেই চৌবেপুর থানার সব পুলিশকেই সরিয়ে দেওয়া হয়েছে ।

জানা গিয়েছে যে লক্ষ্মৌ রেঞ্জের আই জি লক্ষ্মী সিং পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছেন । তদন্ত শুরু করে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে ।

ওই হামলার ঘটনায় ২১ জনের নামে এফ আই আর করা হয়েছে ও তাতে আরও অন্তত পঞ্চাশ থেকে ষাট যুক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে । বিকাশ দুবে র খোঁজ শুরু করেছে পুলিশ । তাকে ধরে দিতে পারলে আড়াই লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে । তার সঙ্গীদের ধরার জন্য পঁচিশ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে ।

এই দিকে বিকাশ দুবেকে ধরার জন্য মঙ্গলবার রাতেও অভিযান চালায় চালায় উত্তর প্রদেশের এস টি এফ। ফরিদপুর এলাকায় একটি হোটেলে বিকাশ লুকিয়ে আছে বলে নির্দিষ্ট খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালালেও সেখান থেকে পালিয়ে যায় বিকাশ দুবে । তবে সেখান থেকে বিকাশ দুবে র এক সঙ্গী, দয়াশঙ্কর অগ্নিহোত্রী কে ধরতে পারে পুলিশ ।
পুলিশের ধারণা এই অভিযানেরখবর বিকাশ কোনও পুলিশের কাছ থেকেই পেয়ে যায় ও পালিয়ে যায় । আর কে কে বিকাশ দুবে র সঙ্গে যোগাযোগ রেখে অভিযানেরখবর পৌঁছে দিচ্ছে তা জানার চেষ্টা করছে পুলিশ ।
বিকাশ দুবেকে ধরতে না পারলেও বুধবার সকালে হিমাচল প্রদেশের হামিরপুরের মোহদা এলাকায় লুকিয়ে থাকা বিকাশ দুবে র এক সঙ্গী অমর দুবে কে খতম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বিকাশ দুবে র ঘনিষ্ঠ তিনজন কে। পুলিশ মনে করছে উত্তর প্রদেশ জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়ে যাওয়ার পর সীমান্ত পেরিয়ে নেপাল পালিয়ে যেতে পারে বিকাশ । তাই কোনও ভাবেই যাতে বিকাশ দুবে নেপালের দিকে পালিয়ে যেতে না পারে তার জন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ।

RELATED ARTICLES

Most Popular