Homeএখন খবর৬ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ব্যাহত যান চলাচল

৬ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ব্যাহত যান চলাচল

নিজস্ব সংবাদদাতা: ৬নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কার উল্টে যাওয়ায় বড়সড় বিপত্তির মুখে যান চলাচল। ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে ৬ নং জাতীয় সড়কের উপর বাগনান থানার চন্দ্রপুরের কাছে। জানা গেছে, হলদিয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। দুপুর ১২ টা নাগাদ হঠাৎই চন্দ্রপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর ট্যাঙ্কারটি উল্টে যায়। ঘটনার পরই ইঞ্জিন থেকে ট্যাঙ্কারটি বিছিন্ন হয়ে পড়ে।

 

ট্যাঙ্কার থেকে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বের হতে শুরু করে। তীব্র কটূ গন্ধে ছেয়ে যায় চারপাশ ।  এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আরও বড় দুর্ঘটনার আশংকায় মানুষ ছুটোছুটি শুরু করে দেয় ।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী।  তাদের সঙ্গে কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও । তাঁরা মানুষকে আশ্বস্ত করেন। আশেপাশের ঝুপড়ি থেকে সরিয়ে দেওয়া হয় মানুষজনকে। দোকানপাট গুলি থেকে ভিড় সরিয়ে দেওয়া হয় ।

 

দুর্ঘটনার জেরে  একটি লেন বন্ধ হয় যায়। প্রথম দিকে অপর লেনটিও নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়। জনবহুল এলাকা হওয়ায় পুলিশ মাইকিং করে আশপাশের এলাকায় আগুন জ্বালাতে নিষেধ করেন। পরে অবশ্য জাতীয় সড়কের তীব্র যানজট কাটাতে কোলাঘাট মুখি লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়। এদিন সন্ধ্যা পর্যন্ত গ্যাস ভর্তি ট্যাঙ্কারটিকে সরানো সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবিলায় বিষেজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । এদিকে  একই লেনে সব দিকের গাড়ি চলতে থাকায় যান বাহনের গতি অত্যন্ত শ্লথ হয়ে পড়েছে।

RELATED ARTICLES

Most Popular