Homeটেক আপডেটএখন অযাচিত ম্যাসেজ থেকে মিলবে রেহাই, হোয়াটসঅ্যাপ আনছে অসাধারণ ফিচার

এখন অযাচিত ম্যাসেজ থেকে মিলবে রেহাই, হোয়াটসঅ্যাপ আনছে অসাধারণ ফিচার

টেক ডেস্ক: সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আর হবে নাই বা কেন, হোয়াটসঅ্যাপও যে তাদের ব্যবহারকারীদের এক্সপেরিয়েন্স আরও ভালো করার জন্য নতুন নতুন ফিচার হাজির করছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নতুন ফিচার।

আপনারা জানেন হোয়াটসঅ্যাপে কারও চ্যাট যদি আপনার দেখতে ইচ্ছা না করে তাহলে আপনি আর্কাইভ করে রাখতে পারেন। তবে এই আর্কাইভেরই একটি নতুন ভার্সন আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। এই নতুন ভার্সনের নাম হবে Read Later। এই ভার্সন আপনারা কিছু কিছু কন্টাক্ট এর জন্য সেট করে রাখতে পারেন।

হোয়াটসঅ্যাপ যেকোন ফিচার তাদের ব্যবহারকারীদের জন্য লঞ্চ করতে গেলে তার আগে বিটা ভার্সনে নিয়ে আসে। Read Later ফিচারটি ও প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা iOS ভার্সন ২.২০.১৩০.১- এ দেখা গিয়েছিল। বর্তমানে এটি টেস্টিং চলছে এবং খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হবে। নতুন Read Later ফিচার কোম্পানি আগামী বছরই তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসতে চলেছে।

 

কী সুবিধা থাকছে এবং কীভাবে এটি কাজ করবে-

 

Read Later ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েকটি চ্যাট নিজেদের পছন্দমতো সময় অনুযায়ী মিউট করে রাখতে পারেন। Vacation Mode- এর মতোই অনেকটা এই ফিচার কাজ করবে। এই ফিচারের উপরে কোম্পানি অনেকদিন ধরে কাজ চালাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন Archived চ্যাট অপশনে যদি চ্যাট আর্কাইভ করে রাখেন তাহলে নতুন ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে। কিন্তু, এই Read Later ফিচারে চ্যাট আর্কাইভ করা থাকলে মেসেজ আসলেও নোটিফিকেশন আপনি পাবেন না।

 

যদি আপনি কোন কন্টাক্টের মেসেজ পড়তে না চান বা কার সাথে চ্যাট করতে না চান তাহলে তার চ্যাট সিলেক্ট করে Read Later তালিকায় যোগ করুন। তাহলে যদি তিনি কোন চ্যাট করেন তাহলে আপনার কাছে কোন নোটিফিকেশন আসবে না। নতুন ফিচার ব্যবহারকারীর অ্যাপ এক্সপেরিয়েন্স আরও ভালো করে দেবে। পাশাপাশি অবাঞ্ছিত ও অযাচিত ম্যাসেজের কারণে তাদের কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না। এর আরও একটি সুবিধা যে, আপনি Read Later অপশন যেকোন মুহূর্তে চালু অথবা বন্ধ করতে পারেন।

RELATED ARTICLES

Most Popular