Homeআবহাওয়াএবার শিলাবতীর কোপে ঘাটাল মহকুমা শাসকের দপ্তর ও ঘাটাল জেল ! ঘাটাল...

এবার শিলাবতীর কোপে ঘাটাল মহকুমা শাসকের দপ্তর ও ঘাটাল জেল ! ঘাটাল কী মহেঞ্জদারো হয়ে যাবে

নিজস্ব সংবাদদাতা: আজ না হয় কাল কিংবা পরশু, আদৌ থাকবে তো ঘাটাল শহর? লাখ টাকা নয় কোটি কোটি টাকার প্রশ্ন এখন এটাই। ঘটালে জল ঢুকলে ঘাটাল থানা ডুবে যায় বারবার। এবারেও তাই হয়েছে কিন্তু তারপরও যা হয়েছে তা মারাত্মক। জলের তোড়ে ভেঙে গিয়েছে নদীর পাড়ে থাকা মহকুমা শাসক কার্যালয়ের প্রাচীর। ব্রিটিশ আমলে তৈরি সেই প্রাচীর ভেঙে মহকুমাশাসক কার্যালয় চত্বরে হু হু করে জল ডুকছে।পাশেই রয়েছে ঘাটালের সংশোধনাগার ও ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল,ওই দুই জায়গাতেও জল ডুকছে।

ব্যারেজের ছাড়া জলে নতুন করে প্লাবিত হচ্ছে শিলাবতী নদীর পূর্ব পাড়, ঘাটাল মহকুমাশাসকের কার্যালয়ের ১৫-২০ ফুট ভেঙে গিয়ে জল ঢুকছে হুহু করে,আতঙ্কে এলাকার মানুষজন।তড়িঘড়ি মহকুমাশাসকের কার্যালয়ের সমস্ত নথিপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। রবিবার ভোরে এই শিলাবতী নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করেছে ঘাটাল শহর লাগোয়া এলাকাগুলিতে।

এদিকে জলের তলায় ঘাটাল উপ সংশোধনাগার।ওই সংশোধনাগারে জল ঢুকে পড়ায় ৬১ জন কয়েদিকে আপাতত সংশোধনাগারের ব্যারাকে নিরাপদে রাখার পর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। ওই ৬১ জন কয়েদিকে উদ্ধার করতে নামাতে হয়েছে NDRF বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এদিকে শনিবার থেকে ঘাটাল থানার অস্থায়ী কাজকর্ম শুরু হয়েছে অন্য একটি জায়গায়।  অস্থায়ী থানার পর এবার মহকুমা দপ্তরের কাজকর্মও অন্যত্র অস্থায়ী জায়গায় সরিয়ে করতে হবে বলে জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।

ইতিমধ্যে ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৭ টি এবং ঘাটাল ব্লকের ১৩ পঞ্চায়েতের সবকটিই প্লাবিত। প্রতিটি নির্বাচন আসলেই ফলাও করে সামনে আসে ঘাটাল মাষ্টার প্ল্যানের মোয়া। গত বিধানসভা নির্বাচনেও সেই স্বপ্ন ফেরি করে গেছেন রাজনীতির ফেরিওয়ালারা। নির্বাচন ফুরিয়ে গেলেই শুরু হয় দোষারোপের পালা। এ বলে ও টাকা দেয়না আর ও বলে এদের কাজের সদিচ্ছাই নেই। আর ধিরে ধিরে ঘাটাল ডুবতে থাকে। ঘাটাল থানার পর শিলাবতীর হাঁ এখন মহকুমা শাসক কার্যালয় আর ঘাটাল জেল। এরপর একদিন মহেঞ্জদারো হয়ে যাবে ঘাটাল। হতেই হবে, আজ নয় কাল, না’হয় পরশু।

RELATED ARTICLES

Most Popular