Homeএখন খবর২৫ কিমি দুর থেকে সাইকেলে এসে গড়বেতায় আত্মহত্যা হুগলির ছাত্রীর! মাস্ক পরা...

২৫ কিমি দুর থেকে সাইকেলে এসে গড়বেতায় আত্মহত্যা হুগলির ছাত্রীর! মাস্ক পরা ছাত্রীর ঝুলন্ত দেহকে ঘিরে তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে এক ছাত্রী। তার থুতনির কাছে রয়েছে মাস্ক। অদুরেই রয়েছে সাইকেল আর বইয়ের ব্যাগে ক্লাশ ইলেভেনের বই। রবিবার সকালে গড়বেতার তিলডাঙা এলাকায় মজুরডোমার জঙ্গলে একটি গাছে এরকমই এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে হতবাক স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। খবর পেয়ে সন্ধিপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

আশেপাশে কোনও মেয়ে রাতভর নিখোঁজ আছে এমনটা জানা যায়নি। পরে পুলিশ জানতে পারে মৃত ছাত্রীর নাম রিম্পা প্রামাণিক (১৭)। বাড়ি হুগলি জেলার গোঘাট থানার পাণ্ডুগ্রামের মামুদপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মৃত ছাত্রীর বাড়ি প্রায় ২৫ কিলোমিটার দূরে। বইয়ের ব্যাগ থেকে একটি মোবাইল ও নাম ঠিকানা পাওয়ার পরই নিশ্চিত হয়েছে ছাত্রীর পরিচয় সম্পর্কে।

এরপরই গড়বেতা পুলিশ বিষয়টি জানায় মেদিনীপুর পুলিশ লাইনে। পাশাপাশি পুলিশ খবর পাঠায় গোঘাট থানায় এবং ছাত্রীর বাড়িতে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ঘটনার পেছনে প্রেম ঘটিত বিষয় রয়েছে। পুলিশ গোঘাট থানা সূত্রে জানতে পেরেছে রিম্পা গোঘাটেরই একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। শনিবার গ্রামের বাড়ি থেকে সাইকেল ও বইয়ের ব্যাগ নিয়ে টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার পাশেই হুগলির গোঘাট এলাকা।

কেন ওই ছাত্রী ২৫কিলোমিটার দুরে গড়বেতা থানা এলাকায় এল আর কেনই বা সুইসাইড করল বা আদৌ সুইসাইড করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কিশোরী যদি প্রেম করে থাকে তবে কী তার প্রেমিক এই এলাকারই? কিশোরী কী প্রেমের ফাঁদে পড়েছিল, সে কী নিদারুণ ভাবে প্রতারিত হয়েছিল ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের ধারনা উদ্ধার হওয়া মোবাইল ফোনটি থেকে অনেক রহস্যের সূত্র পাওয়া যাবে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টও অনেক কিছুই বলে দিতে পারে বলে পুলিশের অনুমান। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে গোঘাট থানা গড়বেতা পুলিশকে তদন্তে সাহায্য করার জন্য স্থানীয় স্তরে আরও কিছু সূত্রের সন্ধান করছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই রহস্য উন্মোচন হবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে।

RELATED ARTICLES

Most Popular