Homeএখন খবররবিবার সামান্য বেড়েছে সোনা-রুপোর দর, দেখে নিন রবিবারের বাজারে কলকাতার সোনার দর

রবিবার সামান্য বেড়েছে সোনা-রুপোর দর, দেখে নিন রবিবারের বাজারে কলকাতার সোনার দর

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আগে কলকাতায় রেকর্ড হারে বাড়ছিল সোনা এবং রুপোর দাম। এদিকে সামনেই ধনতেরাস, নিয়ম অনুযায়ী অনেকেই সোনা কিংবা রুপোর ধাতু কেনেন। ফলে অগাস্ট মাসের মতো ফের সোনা-রুপোর দাম আকাশ ছোঁয়া হবে কিনা তা নিয়েই চিন্তিত ছিলেন সাধারণ মানুষ। দূর্গাপুজোর জন্য সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজোর চারদিন বন্ধ ছিল কলকাতার সোনার পাইকারি বাজার। একাদশীর দিন কলকাতায় সোনা-রুপো এই দুই ধাতুর দাম অনেকটাই নিম্নমুখী ছিল। দ্বাদশী, ত্রয়োদশীর পর পঞ্চমীতে কলকাতায় সামান্য বেড়েছে সোনার দর। এদিন কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজার ৯৬০ টাকা।

এদিকে শুধুমাত্র কলকাতা নয়, সেই সাথে তার পার্শবর্তী এলাকাগুলিতে প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কি হবে তা ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের স্থির করা দামের উপরে ভিত্তি করেই গয়নার দোকানগুলি তাদের মূল্য স্থির করে।
রবিবার কলকাতায় ২২ ক্যারেট গয়না ৮ গ্রাম সোনার দাম ৩৯৯৬৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯৯৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৯৬০০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি এদিন কলকাতায় ২৪ ক্যারেট খাঁটি সোনার দামেও বেশ খানিকটা পরিবর্তন হয়েছে৷ এদিন ৮ গ্রাম সোনার দাম ৪০৭৬৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৯৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৯৬০০ টাকা।

সোনার পাশাপাশি রবিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬০.১০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৮০.৮০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬০১ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬০১০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬০১০০ টাকা। এদিকে কলকাতার পাশাপাশি এদিম এক এক রাজ্যে সোনা এবং রুপোর দাম এক এক রকম। ফলে বিভিন্ন শহরে এর দামের তারতম্য আলাদা রকম দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular