Homeএখন খবরসাফ গেমসে ভারতের হয়ে সোনার পদক ছিনিয়ে নিল কোলাঘাটের সোনার ছেলে সুপ্রিয়

সাফ গেমসে ভারতের হয়ে সোনার পদক ছিনিয়ে নিল কোলাঘাটের সোনার ছেলে সুপ্রিয়

 অরুণ কুমার সাউ, কোলাঘাট:    নেপালে অনুষ্ঠিত ১৩ তম সাফ গেমসে ২০০মিটার বাটার ফ্লাইতে  দেশের হয়ে সোনা পেয়েছে সুপ্রিয়। এর আগে যুব অলিম্পিক ও যুব এশিয়াড এ অংশগ্রহণ করে। দেশের হয়ে পদক প্রাপ্তি ঘটলো এই প্রথমবার।  কোলাঘাটের কোলা ইউনিয়ান হাই স্কুলের  প্রাক্তন ছাত্র সুপ্রিয় মন্ডল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোলাঘাটের সাহাপুর গ্রামের সুকুমার মন্ডল ও সুলেখা মন্ডলের বড় ছেলে সুপ্রিয় পড়াশুনায় তেমন ভালো না হলেও ছোটবেলা থেকেই সাঁতারে পারদর্শী ছিল। ছোটবেলায় কোলাঘাট সুইমিং সেন্টারে সাঁতারের হাতে খড়ি। বর্তমানে ব্যাঙ্গালোরে ডলফিন অ্যকুয়াটিকে অনুশীলনরত। কোচ নিহার আমিনের কাছে সুপ্রিয় বর্তমানে অনুশীলন করেন  ।  ভারতীয় রেলে চাকুরীরত সুপ্রিয় প্রথম থেকেই বেশ লাজুক প্রকৃতির ছিল। তবে সাঁতার ছিল ওর ধ্যানজ্ঞান। সোমবার দেশের হয়ে সোনা জেতাটা ছিল শুধু অপেক্ষামাত্র।       

 শুধু পড়াশুনা নয় খেলাধুলা বা যেকোনো চর্চা যদি মন দিয়ে করা যায় তাহলে সাফল্য আসবেই। তার উদাহরণ ওরা দু ভাই সুপ্রিয় ও শ্রীদীপ। গত দুই সপ্তাহ আগে  বিদ্যালয় ভিত্তিক ৬৫ তম জাতীয় সাঁতারে অনুর্ধ ১৯ বৎসর বিভাগে পূর্ব মেদিনীপুর তথা বাংলার হয়ে দুটি ইভেন্টে দ্বিতীয় হয়েছিল ভাই শ্রীদীপ মন্ডল।  পেয়েছে দুটি রুপোর পদক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে ছিলো এই সাফল্য।  ১৭ থেকে ২২ শে নভেম্বর দিল্লীতে অনুষ্ঠিত হয় বিদ্যালয় ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতা। দুই ভাইয়ের এই রূপ সাফল্য সমগ্র জেলাবাসীর কাছে আনন্দের খবর। আগামী দিনে ওদের আরো সাফল্য কামনা করে কোলা ইউনিয়ন হাই স্কুলের সাঁতার বিভাগের দায়িত্বে থাকা শিক্ষক সুজন বেরা বলেন ,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমরা যাঁরা শিক্ষক বা অভিভাবক হিসেবে কেবল পড়ার কথা বলি তাঁদেরও মনে হয় কিছুটা হলেও ভাববার সময় এসেছে। আসলে যেদিকে তাদের পারদর্শিতা থাকবে আমরা যদি তাদের সেই পথে সঠিকভাবে পরিচালিত ও উৎসাহিত করতে পারি তাহলে সাফল্য আসবেই। পাশাপাশি কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য্য ও পরিচালন সমিতির সভাপতি সন্দীপ রায় চৌধুরী সুপ্রিয় এর আরো সাফল্য কামনা করে বলেন এ ধরনের সাফল্যে সমগ্র জেলাবাসীর পাশাপাশি আমরা ভীষণ খুশি।

RELATED ARTICLES

Most Popular