Homeএখন খবরভারতের বাজারে সোনার দামে ফের পতন, দাম কমল রুপারও, সেন্সসেক্স পতনে আরো...

ভারতের বাজারে সোনার দামে ফের পতন, দাম কমল রুপারও, সেন্সসেক্স পতনে আরো কমার ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতে সোমবার ভালো পরিমানে বেড়ে গিয়েছিল সোনার দাম কিন্তু ২৪ঘন্টার ব্যবধানে তা আবার পড়ে গেল। সোমবার ভারতে এমসিএক্স সূচকে ০.৭% বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড করে হয়েছিল ৪৮,২৮৯। মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৪৭,৯২০ টাকা। অন্যদিকে রুপোর দামও বেড়ে হয়েছিল প্রতি কেজিতে ৪৯,১৯০ টাকা। মঙ্গলবার ০.৪% কমে দাঁড়িয়েছে কেজিতে ৪৮.৩১১ টাকায়।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার বাড়ার পাশাপাশি এ দিন আন্তর্জাতিক বাজারে আবার সোনার দামে উর্দ্ধগতি দেখা গিয়েছে। সংকটকালে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও আন্তর্জাতিক স্তরে বৃদ্ধির পরিমানে পরিবর্তন আসেনি। সোমবার স্পট গোল্ড সূচকে ০.৪% উত্থানের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৪৯.৫৪ ডলার। একই সঙ্গে সূচকে ১% বৃদ্ধির জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৭৮ ডলার।
আন্তর্জাতিক ক্ষেত্রে মঙ্গলবার স্পট গোল্ড সূচকে ০.২% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৫৮.০৩ ডলার। রুপোর দামও ০.২% বাড়ার ফলে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭.৭৯ ডলারে।

সোনায় বিনিয়োগের হার বাড়ার প্রতিফলন দেখা গিয়েছে বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এ। শুক্রবার ট্রাস্ট-এ মজুত সোনার পরিমাণ ১,১৫৯.৩১ টন ছিল, সোমবার তা বেড়ে দাঁড়ায় ১,১৬৬.০৪ টনে।
অন্যদিকে সোমবার গভীর রাতে বিদেশি কর্মীদের জন্য ভিসা বাতিল করেছেন ডোনাল্ড ট্র্যাম্প। আর এরফলে ভারতের আইটি সেক্টরে ফের পড়ে গেছে সেন্সসেক্স। যার প্রতিক্রিয়ায় ভারতীয় বাজারে সোনার দামে আরও পতন হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES

Most Popular