Homeএখন খবরআন্তর্জাতিক বাজারে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, ভারতে সোনার দরে ভারী পতন, ঊর্ধমুখী...

আন্তর্জাতিক বাজারে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, ভারতে সোনার দরে ভারী পতন, ঊর্ধমুখী রূপো

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই সোনার দামের উত্থান অব্যাহত। এদিকে ভারতের বাজারে সোনার দাম অনেকটাই কমল। বৃহস্পতিবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৪ % কমেছে। এর জেরে এই মূহুর্তে সোনার দাম খানিকটা কমে দাঁড়াল ৫২,০৩৬ টাকা। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গত ৩ দিনে এই নিয়ে মোট দু’দিন পড়ল সোনার মূল্য।

লকডাউনের পির থেকেই ক্রমশ আকাশ ছুঁয়েছে সোনার দাম। মাঝে কিছুটা কমলেও ফের দাম বেড়েছে হলুদ ধাতুর৷ গত সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ০.৭%। যা প্রায় ৩৫০ টাকা। তবে গত মঙ্গলবার অবশ্য এমসিএক্স সূচকে সোনার দাম অনেকটাই পড়েছিল। মঙ্গলবার সোনার দর পড়েছিল প্রায় ৬%৷ যা প্রায় ৩,২০০ টাকা। গত সপ্তাহে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়ার পর চলতি সপ্তাহে দর কমায় স্বাভাবিকভাবেই বড়সড় স্বস্তিতে ছিলেন ক্রেতারা। তবে সোনার দর কমলেও বিগত দিনের মতই বৃহস্পতিবারও রুপোর দাম বৃদ্ধি অব্যাহত। এমসিএক্স সূচকে এদিন এক কেজি রুপোর দর ০.৪ % বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৫০ টাকা। গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি রুপোর দাম ০.০৬ % বেড়েছিল।

এদিকে, মঙ্গলবার ৬ % পতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও সোনার দাম উর্ধ্বমুখী হয়েছে। মঙ্গলবার সাত বছরে সোনার পতন সর্বাধিক ছিল। তারপর বৃহস্পতিবার এক আউন্স সোনার দাম ১% বেড়ে দাঁড়িয়েছে ১,৯৩৬.২৯ ডলার। নিউ ইয়র্কে কমেক্সে ফিউচার্স ফর ডিসেম্বর ডেলিভারি আবার ১ % কমে হয়েছে ১,৯৩০.৪ ডলার। গত সপ্তাহে সোনার দাম রেকর্ড ২,০৭৫.৪৭ ডলারে পৌঁছে গিয়েছিল।

লকডাউনের পর অর্থনীতিকে পুনরায় দাঁড় করাতে ইতিমধ্যেই বিশ্বব্যাপী তৎপরতা শুরু হয়ে হয়েছে, এর জেরেই আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে দুর্বল ডলার। দুইয়ের মিশ্র প্রভাবে সোনার দাম ক্রমশ উর্ধ্বগামী হয়েছে। এবিষয়ে একটি বিবৃতিতে কোটাক সিকিউরিটিজের তরফে জানানো হয়েছে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, আমেরিকা-চিনের উত্তেজনা এবং করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাড়তি আর্থিক প্যাকেজ নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের জেরেই সোনার দাম বেড়ে চলেছে।

RELATED ARTICLES

Most Popular