Homeঅন্যান্যসোনার দামে ফের পতন, বিয়ের মরসুমে মুখে হাসি মধ্যবিত্তের

সোনার দামে ফের পতন, বিয়ের মরসুমে মুখে হাসি মধ্যবিত্তের

নিউজ ডেস্ক: হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। এই নিয়ে পর পর ৪ দিনে নিম্নগামী সোনার দাম। সেই সাথেই দাম কমেছে রূপার। ২৭ জানুয়ারি সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে নেমে গিয়েছে ০.৬ শতাংশ। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন ৫০ হাজার থেকে নেমে অনেকটাই কম। ১০ গ্রামে সোনার দাম এদিন ৪৮, ৮৪৫ টাকা হয়েছে। এদিকে, রূপার দামও মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৬ শতাংশ কমেছে। ১ কেজিতে রূপার দাম ৬৬ ,১৩০ টাকা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম ১৮০০ থেকে ১৮৮৫ ডলারের মধ্যে থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও জো বাইডেন অর্থনৈতিক প্যাকেজে ঠিক কী কী বরাদ্দ করেন, সেই দিকেও সবার নজর থাকছে। মার্কিন স্টিমুলাস এনে সোনার দাম কম থাকবেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কিছুটা বাজারে সংশয় আছে কারণ বাইডেন এখনও নিজের শিল্পনীতি স্পষ্ট করেন নি।

অন্যদিকে ভারতে ব্যবসায়ীরা ইমপোর্ট ডিউটির ওপর নজর রাখছে, যে বাজেটে কোনও রদবদল হয় কিনা। সোনার ওপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ জিডিপি চার্জ করে সরকার। আন্তর্জাতিক বাজারে আপাতত অধিকাংশ মানুষ সোনা ধরে রাখতে চাইছেন এই টলমল অর্থনীতির মধ্যে।

কলকাতায় এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,৪৯০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দান কলকাতায় রয়েছে ৫১,১৯০ টাকা। সেইসাথেই অন্যান্য শহরে এদিন সোনার দাম- ২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৬,২১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৬১০ টাকা। মুম্বাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,০০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,০০০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৯০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,২৫০ টাকা।

বিয়ের মরশুমে এমনভাবে দামের পতন নিঃসন্দেহে একটি খুশির বিষয়। উল্লেখ্য, গতকাল বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বাজার বন্ধ ছিল।

RELATED ARTICLES

Most Popular