Homeএখন খবরঘরবন্দি মানুষদের একঘেয়েমি কাটাতে গুগল নিয়ে এলো আকর্ষণীয় কিছু কোডিং গেমস

ঘরবন্দি মানুষদের একঘেয়েমি কাটাতে গুগল নিয়ে এলো আকর্ষণীয় কিছু কোডিং গেমস

ডিজিটাল ডেস্ক: করণা সংক্রমণ থেকে বাঁচতে প্রাই গোটা বিশ্ব জুড়ে চলছে লকডাউন আর এর মধ্যে বুড়ো থেকে বাচ্চা সবাই ঘরের ভিতরে কিছু না কিছু করে তারা তাদের সময় পার করছেন কেউ মোবাইলের মধ্যে পড়ে রয়েছেন কেউবা টিভি দেখছেন আর কেউবা বই পড়ছেন। প্রধানত বাচ্চাদের সময় এখন মোবাইল গেমস খেলেই কাটছে। এই জন্য তাদের মনোরঞ্জনের জন্য গুগোল ডুডলস গেম লঞ্চ করল এই গুগল ডুডলস গেমগুলো ৫০ বছর পূর্তি উপলক্ষে গুগল চালু করেছিল।

সম্প্রতি আর্থ ডে উপলক্ষে গুগোল একটি গেমস তাদের ডুডলস এর মধ্যে দিয়েছিল যেখানে একটি মৌমাছি ও ফুলের অসাধারণ গেম ছিল। গুগোল ডুডলস গেমটি তখন অনেক জনপ্রিয়তা লাভ করেছিল এবং অনেকেই গেমটি খেলেছিলেন। তাই গুগল এবার লকডাউনের মধ্যে সমস্ত ব্যবহারকারীদের মনোরঞ্জনের কথা হবে গুগোল ডডলস গেমটি আবার তাদের হোমপেজে নিয়ে আনলো।

এর মধ্যে 10 টি গেম আছে যার মধ্যে দুটি গেম এখন খেলা যাচ্ছে আর বাকি গেমগুলো খুব শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছে গুগল। একটি গেম হলো খড়গোশের গেম এই গেমটিতে একটি খরগোশ রয়েছে এই গেমে জিততে হলে খড়গোশের জন্য কিছু গাজর সংগ্রহ করতে হবে। আরেকটি গেম আছে যেটি হল ক্রিকেট বল গেম এখানে একটি পিঁপড়ে ব্যাটিং করবে এবং বলিং ও ফিল্ডিং এর দায়িত্বে থাকবে শামুকরা। এই গেমগুলি শিশুদের আকর্ষনীয় করে তুলবে বলে আশা করা যায়। গুগলের হোমপেজে গেলে ডুডোলে ক্লিক করলেই সমস্ত গেম দেখতে পাওয়া যাবে।

RELATED ARTICLES

Most Popular