Homeটেক আপডেটজনপ্রিয় ভারতীয় অ্যাপ PayTM কে প্লে স্টোর বের করে ফের ফিরিয়ে নিল...

জনপ্রিয় ভারতীয় অ্যাপ PayTM কে প্লে স্টোর বের করে ফের ফিরিয়ে নিল গুগুল

টেক ব্যুরো: PayTMকে নিজের প্লে স্টোর প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়ে কয়েক ঘন্টার মধ্যে ফের ফিরিয়ে নিল গুগুল। আর ওই কয়েক ঘন্টায় উত্তাল হয়ে গেল নেট দুনিয়া। ভারত সরকারের আদেশে পাবজি এবং অন্যান্য চাইনিজ অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু ভারতীয় অ্যাপ্লিকেশন PayTm ক্রমাগত গুগল প্লে স্টোরের নিয়মগুলি কে লংঘন করছিল। এমনই অজুহাতে গুগল নিজেই এই অ্যাপকে প্লে স্টোর থেকে বের করে দিয়েছিল কিন্ত কয়েকঘন্টার মধ্যেই PayTm যেভাবে নিজের ত্রুটি কাটিয়ে ফের প্লে স্টোরে ফিরে এল তাতে প্রশ্ন উঠেছে গুগুল PayTm য়ের সঙ্গে কথা বলেই ব্যাপারটা মিটিয়ে নিতে পারত। মাঝখান থেকে কয়েকঘন্টার জন্য PayTm গ্রাহকদের উদ্বিগ্ন করার কী প্রয়োজন ছিল।

প্রতিমাসে ৫০ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে পেটিএম ভারতের সবথেকে বড় স্টার্টআপ ব্যবসা । শুক্রবার গুগল প্লে স্টোর ঘোষণা করে যে, অনলাইন ক্যাসিনো এবং অন্যান্য রেগুলেটেড গ্যাম্বলিং অ্যাপ্লিকেশনগুলি কে তারা প্লে স্টোর থেকে বের করে দিচ্ছে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আগে বিভিন্ন স্পোর্টস বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিল।

বর্তমানে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে হ্যাকিং এর ঘটনা বেড়ে যাওয়ায়, প্লে স্টোর এমন কোন এপ্লিকেশন কে রাখতে চাইছে না যারা তাদের পলিসি লংঘন করে। তাই এবার, এই পলিসি লংঘন করার মাশুল গুনতে হলো ভারতীয় অ্যাপ্লিকেশন পেটিএম কে।যদি কোন এপ্লিকেশন, তাদের ব্যবহারকারীদের তাদের অ্যাপ্লিকেশন থেকে অন্য কোন জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে অনুরোধ করে অথবা টাকা জেতার প্রলোভন দেখায়, সেগুলি প্লে স্টোর এর পলিসি লংঘন করে।

তাই গুগল ইতিমধ্যেই Disney+Hotstar কে অনুরোধ করেছে যাতে তারা ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ্লিকেশনে নিজেদের বিজ্ঞাপন চালানোর সময় একটি ওয়ার্নিং দেয়। এবং গুগল এর তরফ থেকে আরও জানানো হয়েছে যে, যদি এরপরে কোন এপ্লিকেশন আবারো প্লে স্টোরের পলিসি লংঘন করে, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলি কেও এই ভুলের মাশুল গুনতে হবে।ভারতের স্পোর্টস বেটিং সম্পূর্ণরূপে বেআইনি, তবে ফ্যান্টাসি স্পোর্টস এখনো ব্যান করা হয়নি। এই ফ্যান্টাসি স্পোর্টস গেমে ব্যবহারকারীকে তাদের নিজের পছন্দের টিম তৈরি করে উপহার এবং ক্যাশ জিততে হয়। তবে এই অ্যাপ্লিকেশনগুলি ও কিছুটা বেটিং কে সমর্থন করে।
এদিকেপ্লে স্টোর থেকে বের করে দেওয়ায় ভীষণ চাপের মুখে পড়ে যায় ভারতের তামাম পেটিএম ব্যবহারকারী। এরপরই গুগলের শর্ত মেনেই প্লে-স্টোর ফিরে আসে পেটিএম,  কিন্তু গুগলের নীতি নিয়ে খুশি নন অ্যাপের কর্ণধার বিজয় শেখর শর্মা।

RELATED ARTICLES

Most Popular