Homeএখন খবরশীতেও জমজমাট গোপীবল্লভপুরের বৈতাল প্রাথমিকের পঠন মেলা

শীতেও জমজমাট গোপীবল্লভপুরের বৈতাল প্রাথমিকের পঠন মেলা

ভবানী গিরি: কনকনে শীতও হার মানল প্রাথমিক স্কুলের পঠনমেলার কাছে। ভিড় কার্যত উপচে পড়ল গোপীবল্লভপুরের বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে। বছরের নানা সময়ে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সৃজনশীলতা প্রকাশের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যায় এই বিদ্যালয়ের গুরুকুল। প্রধান শিক্ষক সুখময় পাণ্ডা চান পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা অন্যান্য প্রতিভাগুলিরও বিকাশ হোক। তারই অঙ্গ হিসাবে শুক্রবার স্কুলের ছাত্র-ছাত্রীদের বাৎসরিক সাহিত্য পত্রিকা প্রকাশের সঙ্গে হয়ে গেল সারাদিন ব্যাপী পঠন মেলা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মেলায় ছাত্রছাত্রীরা তুলে ধরবে তাদের হাতের সৃষ্টিশীল কাজ যেমন আঁকা ছবির প্রদর্শনী,দেওয়াল পত্রিকা ‘ রামধনু’ ও প্রকাশ পেল  বৈতালপাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের হাত দিয়ে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিবাকর ও গ্রামের মানুষরা যাতে  পঠন মেলায় অংশ নেন তার জন্য বৃহস্পতিবার  স্কুলের তরফ থেকে বৈতালপাড়া গ্রামে ঢ্যাড়া পিটিয়ে সাধারণ মানুষ এবং অভিভাবকদের স্কুলের অনুষ্ঠানে আসার জন্য আবেদন জানানো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রধান শিক্ষক বলেন, দেওয়াল পত্রিকা ত্রৈমাসিক “রামধনু” মার্চ মাসে, জুন মাসে, সেপ্টেম্বর মাসে ও ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। আর সারা বছরের সব লেখা নিয়ে ‘প্রবাহ’  বার্ষিকী পত্রিকা প্রকাশিত হয়। সেই ভাবেই অনুষ্টিত হল শুক্রবার বর্ষশেষের এই অনুষ্ঠান।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পান্ডা জানান, ”একটা স্কুল শুধুই শিক্ষক আর পড়ুয়া ও অভিভাবকদের জন্য নয়, পাশাপাশি সংলগ্ন অঞ্চলের তাবৎ মানু্ষের অংশগ্রহনেই এর স্বার্থকতা। আজ যে পড়ুয়া নয় কাল সেই পড়ুয়া আবার আজ যিনি অভিভাবক নয় আগামীকাল তিনিই অভিভাবক হবেন। তাই সবার অংশগ্রহনই এই পঠন মেলার উদ্দেশ্য।” 

RELATED ARTICLES

Most Popular