Homeএখন খবররাজ্যে ফের বন্ধ করা হচ্ছে সরকারি বেসরকারি অফিস, নতুন করে লকডাউন রাজ্যের...

রাজ্যে ফের বন্ধ করা হচ্ছে সরকারি বেসরকারি অফিস, নতুন করে লকডাউন রাজ্যের বিভিন্ন এলাকায়

বিশেষ সংবাদদাতা: ফের লকডাউনের পথেই হাঁটল রাজ্য। আগামী ৯ ই জুলাই থেকে সাতদিনের জন্য কলকাতার কয়েকটি এলাকা সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় কঠোর ভাবে লকডাউন বিধি আরোপ করা হতে চলেছে বলে ঘোষনা করলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় উদ্বেগজনক ভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিপ্রেক্ষিতে এই নতুন লকডাউনের ঘোষণা করা হয়েছে বলেই জানা গেছে।
মঙ্গলবার, রাজ্যের সরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি নির্দেশনামা জারি করে জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের কনটেনমেন্ট জোন ও বাফার জোন সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হবে । অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে ।ওই সব এলাকায় থাকা যাবতীয় সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে । ওই সব এলাকায় থাকা ঘরের ও এলাকার বাইরে আসতে দেওয়া যাবে না।
কলকাতা পুরসভার এলাকায় থাকা কনটেনমেনট জোন ও বাফার জোন ছাড়াও মালদার ইংরেজ বাজার, পূরাতন মালদা ও কালিয়াচক পুরসভা এলাকা, উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় ও উত্তর দিনাজপুর জেলা র ডালখোলা পুরসভা এলাকায় কার্যকর করা হচ্ছে । আপাতত সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হচ্ছে ওই সব এলাকায় ।
তবে রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউনের ঘোষণা করা হলেও আগের মতো পুরো রাজ্য জুড়ে তা করা হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে যে হারে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। গত দু’দিনে এই রাজ্যে নতুন করে আটশো জন আক্রান্ত হয়েছেন ও গত ২৪ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে হাওড়ার চ্যাটার্জিপাড়া থানার এক পুলিশ আধিকারিকও রয়েছেন। ৬ জুলাই পর্যন্ত এই রাজ্যে ২২,৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৭৭৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
কলকাতা, হাওড়া, হুগলি, কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা, মালদহ জেলাতে উল্লেখ্যযোগ্য ভাবে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। এর মোকাবিলা করার জন্য এইবার কনটেনমেনট জোন ও বাফার জোন সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হচ্ছে ।

RELATED ARTICLES

Most Popular