Homeএখন খবরকরোনা নিয়ে কী করা উচিৎ , কী নয়, জানাবে ভারত সরকার ও...

করোনা নিয়ে কী করা উচিৎ , কী নয়, জানাবে ভারত সরকার ও হু য়ের হোয়াটসঅ্যাপ চ্যাট বোট

বিশেষ প্রতিবেদন – কি খাবেন,  কি খাবেন না ? এখুনি বাইরে যাওয়া দরকার কিন্তু বেরুবেন কি ? আজকের তাপমাত্রায় কোরোনার ভাইরাস কতটা বিস্তার করতে পারে ? কতটা নিরাপদ আপনার চারপাশ ? প্রশ্ন করুন আর জেনে নিন হোয়াটসঅ্যাপ থেকে । সমস্ত বিভ্রান্তি আর আতঙ্ক দুর করুন , করোনা সম্পর্কিত চ্যাট করে জেনে নিন যাবতীয় তথ্য ।

কিভাবে চালু করবেন এই পরিষেবা ?

 প্রথমেই জেনে নিন ভারত সরকারের পরিচালিত বোট কিভাবে চালু করবেন ? এর জন্য আপনাকে একটি মোবাইল নাম্বার সেভ করতে  হবে । “+919013151515” এই নম্বর টি আপনার মোবাইলে সেভ করুন । এরপর ওই নম্বরে একটি মেসেজ করুন ( Hii , Hello )  । এরপরই সক্রিয় হবে আপনার বোটটি ও প্রস্তুত হয়ে যাবে আপনার সব প্রস্নের উত্তর দিতে।

এরপর জেনে নেয়া যাক , কিভাবে সক্রিয় করবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা পরিচালিত বোটটি । এর জন্যও একি নিয়ম । “+41798931892”  এই নম্বরটি সেভ করতে হবে আপনার কন্টাক্ট লিস্টে । এরপর একি ভাবে এই নম্বরেও যেকোনো একটি মেসেজ করতে হবে । তাহলেই আগের মত সক্রিয় হয়ে যাবে আপনার চ্যাঁট বোটটি । এই বোট থেকে আপনি জানতে পারবেন করোনার গতিবিধি , বিস্তার , প্রতিরোধ মুলক করণীয় । বিশেষজ্ঞদের মত এই পরিকল্পনা সব স্তরের মানুষদের সাহায্য করবে । এতে ভুল ধারনার বিস্তার আর মানুষের আতঙ্ক কিছু অংশে কাটবে

RELATED ARTICLES

Most Popular