Homeএখন খবরমহাঅষ্টমীর সকালে বঙ্গবাসীকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

মহাঅষ্টমীর সকালে বঙ্গবাসীকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : মহাষষ্ঠীতেই বাংলার মানুষের হৃদয় জয় করে বাংলা ভাষাতে ভার্চুয়ালি শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন শুভেচ্ছা বার্তার মাধ্যমেই পশ্চিমবঙ্গের সংস্কৃতির কথা তুলে ধরেছিলেন। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে মাস্ক ব্যবহার করে সকলকে উৎসবের আনন্দে মেতে ওঠার পরামর্শও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দু’দিনের মধ্যেই এবার মহাষ্টমীতেও বঙ্গবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানান তিনি।

শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, “সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।” করোনা আবহে ইতিমধ্যেই উৎসবে মেতেছে গোটা রাজ্য৷ হাইকোর্টের নির্দেশে এবছর সাধারণ দর্শনার্থীদের ঠাকুর দেখার অনুমতি দেয়নি রাজ্য। তবে এদিন করোনা সতর্কতা মেনে পুজো পালনের পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে একদিকে মহাঅষ্টমীর উৎসবে মেতেছে গোটা রাজ্য, অন্যদিকে শুক্রবার সপ্তমীর দিন চার হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

পাশাপাশি, মহাষষ্ঠীর দিনের মতই শনিবার মহাঅষ্টমীর দিনেও বাংলা ভাষায় টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শুভেচ্ছার পাশাপাশি মানুষের জীবনে সুখ–শান্তি, স্বাস্থ্য–সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী। এদিকে মহাষ্টমীর সকাল থেকেই উৎসবের আনন্দে মেতে উঠেছে বঙ্গবাসী। এর মধ্যেই আচমকা প্রধানমন্ত্রীর টুইটে স্বাভাবিকভাবেই জল্পনার সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

Most Popular